সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২৬১
Published: 1st, August 2025 GMT
ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় ওই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে চালানো অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৭৪৯ ও বিভিন্ন অপরাধের ঘটনায় ৫১২ জন রয়েছেন। এ ছাড়া ১টি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, ২টি ম্যাগাজিন ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৩৮৪ জনকে গ্রেপ্তার করে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ত ১২ট
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা