বাংলাদেশে যারা ক্ষমতাবান হচ্ছে, তারাই স্বৈরাচারী হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ‍্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের মাত্র এক বছরের ব্যবধানে অনেকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে।

আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক প্রীতি সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। দলটির যুব সংগঠন আমার বাংলাদেশ (এবি) যুব পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মজিবুর রহমান বলেন, ‘আগে আমরা ভয় ও নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু এখন আমরা এক নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে। এই বিপ্লবে ছাত্র-জনতা-শ্রমিকসহ বহু সাধারণ মানুষ জীবন দিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতার সন্তান নিহত হয়নি। আবু সাঈদের মৃত্যু জাতিকে জাগিয়ে তোলে—এটি বিবেকের বিপ্লব ছিল।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইতিহাস বলে, গণ–অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিবাদীরা আর ফিরে আসতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মাত্র এক বছরের ব্যবধানে অনেকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে। মজলুম থেকে হয়ে উঠছে জালিম।’

মজিবুর রহমান বলেন, ‘হাসিনার দুঃশাসন আমাদের শিক্ষা দেয়নি। আজ ধর্মভিত্তিক দলগুলো যেভাবে অহংকার করছে, তা জনগণ পছন্দ করছে না। ক্ষমতার চক্রটি একধরনের “চাঁদাবাজি পদ্ধতি” তৈরি করেছে। এ ব্যবস্থাকে ভাঙতেই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি।’

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে জনপ্রিয়তার চূড়ায় থাকা ব্যক্তিরাও ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। শেখ মুজিবুর রহমান এর বড় উদাহরণ।

আলোচনা সভায় এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্যসচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে কর্নেল (অব.

) দিদারুল আলম, লে কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম খালিদ হাসান, শহীদ ফারদিনের বাবা নুর উদ্দিন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি জাহেদুজ্জামান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আদনান আহমেদ, বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল হক, বাংলাদেশ যুব সংহতির আহ্বায়ক হারুন-অর রশিদ প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ব র রহম ন

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ