চুম্বনের দৃশ্যে কাট বলার পরও থামেননি অভিনেতা, কান্নায় ভেঙে পড়েন নায়িকা
Published: 19th, August 2025 GMT
বিনোদন খান্নার ক্যারিয়ারে বিতর্কের অভাব নেই। বিশেষ করে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বেশ কয়েকবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তিনি, যা নিয়ে সেই সময়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। যেমন ‘দয়াবান’ সিনেমায় মাধুরী দীক্ষিতের সঙ্গে চুম্বনের দৃশ্যে তাঁর বাড়াবাড়ি নিয়ে অনেক কথা হয়েছে। তবে কেবল ‘দয়াবান’ই নয়, আরও একটি সিনেমায় বিনোদন খান্নার নিয়ন্ত্রণ হারানো নিয়ে বিতর্ক হয়েছিল। সেটা হলো, মহেশ ভাটের অসমাপ্ত ছবি ‘প্রেম ধর্ম’। যেখানে বিনোদ খান্নার বিপরীতে অভিনয় করেন ডিম্পল কাপাডিয়া।
দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর ‘প্রেম ধর্ম’-এর মাধ্যমে মূলধারার ছবিতে ফিরছিলেন বিনোদ খান্না।
ডিম্পল কাপাডিয়া ও বিনোদ খান্না। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসরায়েলকে মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কতটা শক্তিশালী
গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) যৌথ প্রতিরক্ষা পরিষদ গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় জরুরি বৈঠক করেছে। এর উদ্দেশ্য ছিল কাতারে ইসরায়েলের হামলার পর এ অঞ্চলের জরুরি নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা। সম্প্রতি দোহায় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ছয়জন নিহত হন।
জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই বলেন, কাতারের ওপর এ হামলাকে সব জিসিসি সদস্যদেশের ওপর হামলা হিসেবে দেখা যেতে পারে।
আল–বুদাইউই জানান, সদস্যদেশগুলো যৌথ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করবে, গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করবে, আকাশ প্রতিরক্ষায় সমন্বয় করবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আগাম সতর্কতামূলক বার্তাব্যবস্থা চালু করবে ও যৌথ মহড়া চালাবে। এর মধ্যে একটি আঞ্চলিক বিমানবাহিনী মহড়াও অন্তর্ভুক্ত থাকবে।
এ বছর শুরু হওয়ার পর থেকে কাতার হলো সপ্তম দেশ, যেখানে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে।
মানচিত্রে উপসাগরীয় ছয় আরব দেশ