বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘‘১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে পালিয়ে যেতে বলেন। তখন বেগম খালেদা জিয়া ঢাকার সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনী খালেদা জিয়াকে সেখান থেকে খুঁজে বের করে এবং গ্রেপ্তার করে। তাই বলা যায়, বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।’’

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে আয়োজিত আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার

বরকত উল্লাহ বুলু বলেন, ‘‘গত ১৭ বছর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এমন কোনো নেতা নেই যে মামলা খায়নি। কিন্তু এখন অনেকে বলছে, জুলাই-আন্দোলন ৩৬ দিনের ফল। আমি বলব, এটা ভুল। কারণ মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায়নি। বিএনপি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে গিয়েছিল।’’

তিনি বলেন, ‘‘বৈষম্যবিরোধী বা এনসিপির কেউ কোনো জায়গা থেকে টাকা নিলে সেটাকে বলা হচ্ছে, ডোনেশন। কেউ শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা দখল করে সেটাকে বলা হচ্ছে, পুনরুদ্ধার। আর বিএনপি ১০ টাকা নিলেও সেটা হয়ে যায় চাঁদা। বিএনপির ক্ষতি করার জন্য বিভিন্ন মিডিয়াও কাজ করছে।’’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘‘নির্বাচিত সরকার ছাড়া এ দেশের কোনো উন্নয়ন হবে না। দেশে কোনো ঋণ দেওয়া হবে না। নির্বাচিত সরকার আসলে কেবল ঋণগুলো শোধ করা যাবে।’’

তিনি আরো বলেন, ‘‘কিছু ধর্ম ব্যবসায়ী পিআরের জন্য মাঠে নেমেছে। যে পিআরের কোনো অস্তিত্ব কোথাও নেই। এখন অনেকে সংবিধান পরিবর্তনের কথা বলে, ইতিহাস পাল্টে দেওয়ার কথা বলে। জোরালোভাবে বলতে চাই, কেউ বাংলাদেশের ইতিহাস পাল্টাতে চায় সেটা তারা পারবে না।’’

ঢাকা/রুবেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

‘নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না বলে আমরা আশা করি।” 

তিনি আরো বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এ জন্য পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।” 

নিরাপত্তা ইস্যু—কার্গো অগ্নিকাণ্ড, অস্ত্র চুরির ঘটনা থেকে শুরু করে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী পক্ষ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও উপদেষ্টা জানান, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অতীতের নির্বাচনে দায়িত্বে থাকা কিছু বিতর্কিত ওসিদের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে স্বীকার করলেও জানান, সীমাবদ্ধতার কারণে সবাইকে একযোগে বদলি করা সম্ভব হচ্ছে না। 

“যারা পরপর তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদের বাদ দেওয়ার চেষ্টা চলছে,” বলেন তিনি।

আলোচনায় উস্কানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও প্রশ্ন ওঠে। 

এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং কেউ আইনের বাইরে গেলে তাকে ছাড় দেওয়া হবে না।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ