বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘‘১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে পালিয়ে যেতে বলেন। তখন বেগম খালেদা জিয়া ঢাকার সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনী খালেদা জিয়াকে সেখান থেকে খুঁজে বের করে এবং গ্রেপ্তার করে। তাই বলা যায়, বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।’’

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে আয়োজিত আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার

বরকত উল্লাহ বুলু বলেন, ‘‘গত ১৭ বছর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এমন কোনো নেতা নেই যে মামলা খায়নি। কিন্তু এখন অনেকে বলছে, জুলাই-আন্দোলন ৩৬ দিনের ফল। আমি বলব, এটা ভুল। কারণ মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায়নি। বিএনপি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে গিয়েছিল।’’

তিনি বলেন, ‘‘বৈষম্যবিরোধী বা এনসিপির কেউ কোনো জায়গা থেকে টাকা নিলে সেটাকে বলা হচ্ছে, ডোনেশন। কেউ শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা দখল করে সেটাকে বলা হচ্ছে, পুনরুদ্ধার। আর বিএনপি ১০ টাকা নিলেও সেটা হয়ে যায় চাঁদা। বিএনপির ক্ষতি করার জন্য বিভিন্ন মিডিয়াও কাজ করছে।’’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘‘নির্বাচিত সরকার ছাড়া এ দেশের কোনো উন্নয়ন হবে না। দেশে কোনো ঋণ দেওয়া হবে না। নির্বাচিত সরকার আসলে কেবল ঋণগুলো শোধ করা যাবে।’’

তিনি আরো বলেন, ‘‘কিছু ধর্ম ব্যবসায়ী পিআরের জন্য মাঠে নেমেছে। যে পিআরের কোনো অস্তিত্ব কোথাও নেই। এখন অনেকে সংবিধান পরিবর্তনের কথা বলে, ইতিহাস পাল্টে দেওয়ার কথা বলে। জোরালোভাবে বলতে চাই, কেউ বাংলাদেশের ইতিহাস পাল্টাতে চায় সেটা তারা পারবে না।’’

ঢাকা/রুবেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ