তামিল সিনেমার জনপ্রিয় নায়ক জোসেফ বিজয় চন্দ্রশেখর; যাকে সবাই থালাপাতি বিজয় নামেই চেনেন। রুপালি পর্দার ক্রেজ নিয়েই রাজনীতির মাঠে যাত্রা শুরু করেছেন তিনি। ফলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়ক।

ফিল্মি কায়দায় নির্মিত রাজনৈতিক মঞ্চ, সেই মঞ্চে নায়কোচিত এন্ট্রি; বিজয়কে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাতামাতি চোখে পড়ার মতো। মানুষের উন্মাদনার ঢেউয়ে ভাসছেন বিজয়। রুপালি পর্দার তারকা খ্যাতি আর রাজনৈতিক ময়দানের দর্শকপ্রিয়তা বা ভোট ব্যাংক এক নয়—এ কথা হরহামেশাই শোনা যায়। এই বক্তব্যের ব্যাখ্যা করলে, রাজনৈতিক মাঠে বিজয়ের জয় নিয়ে প্রশ্ন ওঠে। কেবল তাই নয়, তার পূর্বসূরি মেগাস্টার চিরঞ্জীবীর রাজনৈতিক ইতিহাসও উদাহরণ হিসেবে সামনে চলে আসে। প্রশ্ন উঠে—চিরঞ্জীবীর মতো মেগাস্টারও যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে বিজয় কতটা সাফল্য পাবেন?

২০০৮ সালে রুপালি পর্দার নায়ক চিরঞ্জীবী ‘প্রজা রাজ্যম পার্টি’ নামে রাজনৈতিক দল ঘোষণা করেন। তার শুরুটা বিজয়ের চেয়েও কয়েক গুণ বেশি উন্মাদনার মাধ্যমে সূচনা হয়েছিল। চিরঞ্জীবীর শুরুটা হয়েছিল এক বিন্দু জল থেকে, যা অল্প সময়ের মধ্যে রূপ নিয়েছিল প্রবল বন্যায়। রাজনৈতিক দল লঞ্চিং অনুষ্ঠানের দিন মানুষের স্রোত বয়ে গিয়েছিল। 

অনুষ্ঠানস্থলের দিকে যাওয়ার রাস্তাগুলো কয়েক ঘণ্টার মধ্যেই যানজটে রূপ নিয়েছিল। প্রায় ১০ লাখ মানুষ একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে জায়গা করে নিচ্ছিলেন, অসংখ্য চোখ তাকিয়ে ছিল প্রস্তুত মঞ্চের দিকে, যেখানে তাদের প্রিয় নায়ক যেকোনো মুহূর্তে হাজির হবেন। আর চিরঞ্জীবী যখন এলেন, তখন একপ্রকার হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়েছিল। নায়ক মঞ্চে উঠে ‘দুধ আর মধু’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

চিরঞ্জীবীকে ভালোবেসে সবাই ‘চিরু’ নামে ডাকেন। তার ‘প্রজা রাজ্যম পার্টি’ খুব একটা প্রভাব ফেলতে পারেনি। পার্টি উদ্বোধনের সময় যে দশ লাখ মানুষ হাজির হয়েছিলেন, তারা ভোটের সময় চিরুর পতাকা বহন করেননি। তার অনুরাগীরা, যারা তার নির্দেশে রক্ত দিতেও দ্বিধা করতেন না, ভোটের সময়ে তারা তাদের নায়ককে নিরাশ করেন। কয়েক বছরের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়ে ‘প্রজা রাজ্যম পার্টি’; পরবর্তীতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে মিশে যায়।

গত বছর চিরঞ্জীবীর ঘটনারই পুনরাবৃত্তি ঘটান বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন বিজয়। এ ঘোষণার ৮ মাস পর প্রথমবার নিজের দলের জনসভায় ভাষণ দেন। গত বছরের ২৭ অক্টোবর, তামিলনাড়ু রাজ্যের বিক্রবান্দি শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ জনসভায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন এই নায়ক। 

এ জনসভায় তারকা বিজয়কে দেখতে আসা মানুষেরা উচ্ছ্বাস নিয়ে তাকে শুনেন। কীভাবে অন্যরা তার রাজ্যকে লুটে নিচ্ছে, কীভাবে তিনি সমতাভিত্তিক সমাজ গড়বেন, আর কেন গরিব, প্রান্তিক ও বঞ্চিতদের তাকে ভোট দেওয়া উচিত। তবে চিরঞ্জীবীর তুলনায় এই ভিড় ছিল অনেক কম। চিরঞ্জীবীর জনসভায় ১০ লাখ মানুষ উপস্থিত ছিলেন আর বিজয়ের জনসভায় উপস্থিত ছিলেন কয়েক লাখ মানুষ।

গত ২১ আগস্ট, তামিল নাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হয় বিজয়ের রাজনৈতিক দলের দ্বিতীয় জনসভা। সেদিন সেখানে তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সব উপেক্ষা করে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। কলেজ শিক্ষার্থী, গৃহিণী, যুবক-যুবতীসহ নানা পেশার নানা বয়সি মানুষের পদচারণায় মুখরিত হয় সমাবেশস্থল। কেউ কেউ ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েও জনসভায় যোগ দেন। তবে এ জনসভায় মানুষের যে উপস্থিতি ছিল, সেটাও চিরঞ্জীবীর জনসভার মানুষের চেয়েও কম।

থালাপাতি বিজয়ের বড় সংখ্যক ভক্ত-অনুরাগী রয়েছেন। শুধু তামিল নাড়ুতেই ৮৫ হাজার ফ্যান ক্লাব রয়েছে। অতীতে ভক্ত-অনুসারীদের রাজনীতির মাঠে কাজে লাগানোর ইতিহাসও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে। ষাটের দশকে রাজনীতিতে পা রাখেন অভিনেতা এম.

জি. রামাচন্দ্রন। এ অভিনেতা তার ফ্যান ক্লাবকে রাজনৈতিক মাঠে কাজে লাগাতে সফল হয়েছিলেন। পরে কয়েক দশক রাজ্য শাসন করেছিলেন তিনি। পরবর্তীতে সুপারস্টার রজনীকান্ত, কমল হাসানেরও ফ্যান ক্লাব গড়ে উঠেছিল। তবে এ সংগঠনগুলো এনজিও এর মতো হয়ে ওঠে।

মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজয়। নির্বাচনে কোনো জোটে যাবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। তবে বিজয়ের ভক্ত-অনুরাগীরা অভিনেতা এম. জি. রামাচন্দ্রনের অনুসারীদের মতো হবেন, না কি ভোটের সময়ে চিরঞ্জীবীর ভক্ত-অনুরাগীদের মতো আচরণ করবেন, তার জবাব সময়ই দেবে।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক ম র র জন ত উপস থ ত জনসভ য় র জনসভ অন ষ ঠ ন ব জয় ব জয় র হয় ছ ল র সময়

এছাড়াও পড়ুন:

ফতুল্লা পুলিশের সহায়তায় আপন ঠিকানায় মানসিক প্রতিবন্ধী নারী

নারায়নগঞ্জের জেলার ফতুল্লা মডেল থানা পুলিশের সহায়তায় আমেনা বেগম (৩৮) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী ফিরে গেলো তার আপন ঠিকানায়। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাকে উদ্ধার মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  পরিবারের লোকজন কাছে হস্তান্তর করে পুলিশ। মানসিক প্রতিবন্ধী নারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লনেস্বর গ্রামের জহিরুল হকের স্ত্রী। 

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে ফতুল্লা বাজার এলাকায় অস্বাভাবিক আচরন করতে থাকা মানসিক প্রতিবন্ধী নারীকে ঘিরে লোকজনের ভীড় উপস্থিতি দেখতে পেয়ে এগিয়ে যায় পুলিশ।

নারীটির আচরন ও কথাবার্তা শুনে মানসিক প্রতিবন্ধী  মনে হওয়ায় তাকে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়। প্রতিবন্ধী নারীর বিচ্ছিন্নভাবে প্রদত্ত তথ্যের সমন্বয়ে থানা পুলিশ ধারণা করেন যে তার বাড়ী কুমিল্লা জেলার কোন এক জায়গায়।

মঙ্গলবার সকালে মানসিক প্রতিবন্ধী নারী নানা কথাবার্তার এক পর্যায়ে তার বাড়ী এবং পরিবারের সদস্যদের বিষয়ে বিস্তারিত জানায়।পরবর্তীতে পুলিশ বেলা ১১ টার দিকে 

ঐ নারীর পরিবারের সাথে যোগাযোগ করে। পরে কুমিল্লা থেকে বিকেল ৪ টার ঐ নারীর ভাই সহ পরিবারের অপর সদস্যরা থানায় এলে মানসিক প্রতিবন্ধী নারী আমেনা বেগম কে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তুলে দেয়।

আমেনা বেগমের ভাই মোঃ মানিক জানায়,তার বোন মানসিক রুগী। বোন জামাই প্রবাসী। সোমবার সকাল ১০ টার দিকে নিজ বাসা থেকে পরিবারের সকলের অগোচরে বাসা থেকে বের হয়ে যায়। তারা তাকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় খোঁজ ও করতেছিলো।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফতুল্লা থানা পুলিশ তাদের কে মোবাইল ফোনে ফোন করে তার বোনকে পাওয়ার বিষয়টি জানায়। পরে চারটার দিকে তারা ফতুল্লা থানায় এসে তার বোনকে পায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গাজী শামীম জানান,নারীটি রাতে ঠিকমতো কিছু বলতে পারছিলোনা। সকালে তার সাথে দীর্ঘক্ষণ কথাবার্তার ফলে বাসার ঠিকানা জানতে পারেন। তখন সেখানকার থানার সাথে যোগাযোগ করেন।

থানা থেকে স্থানীয় মহিলা মেম্বারের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে ঐ মহিলার ইউপি সদস্যের মাধ্যমে নারীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়। বিকেল চারটার দিকে ঐ নারীর পরিবারের সদস্যরা ফতুল্লা থানায় এলে তাদের হাতে তুলে দেওয়া হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতিআগ্রহ নিয়ে প্রশ্ন টিআইবির
  • আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির
  • ডাকসুর ব্যালট পেপারে ২ ভোট নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
  • নরসিংদীতে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত
  • দক্ষিণ এশিয়ায় জেন–জি বিপ্লবের পরবর্তী নিশানা কে
  • নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা: দক্ষিণ এশিয়ায় জেন–জি বিপ্লবের পরবর্তী নিশানা কে
  • গাজায় পাগলের মতো বোমা ফেলছে ইসরায়েল
  • সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ফতুল্লা পুলিশের সহায়তায় আপন ঠিকানায় মানসিক প্রতিবন্ধী নারী
  • ফতুল্লায় প্রতারণা করে ১৫ লাখ টাকার রড নিলো প্রতারক চক্র, কুমিল্লায় গ্রেপ্তার ৩