ভাইয়ের চোখ তুলে নেওয়া এক ভাই গ্রেপ্তার
Published: 28th, August 2025 GMT
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম।
তিনি জানান, চোখ তুলে নেওয়ার ঘটনায় আহতের বাবাসহ আটজনকে আসামি করে মামলা করার পরপরই তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার মসাং গ্রামে শ্বশুরবাড়ি থেকে ১ নম্বর আসামি স্বপন বেপারীকে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশ। বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বপন বেপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম।
ঢাকা/পলাশ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন