মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আয়োজন স্থলে তালা লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা পণ্ড করে দিয়েছেন দলটির একাংশের নেতাকর্মীরা। উত্তেজনা থামাতে সকাল থেকে অনুষ্ঠানস্থল এম সাইফুর রহমান অডিটোরিয়ামের আশপাশে পুলিশ অবস্থান নেয়।

শুক্রবার (২৯ আগস্ট ) সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা হওয়ার কথা ছিল। উপস্থিত থাকার কথা ছিল দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.

জাহেদুল কবির জাহিদের। সকাল ৯টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি পক্ষ গিয়ে অডিটোরিয়ামে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশও আশপাশে অবস্থান নেয়।

আরো পড়ুন:

হাসিনার কাছে কখনো মাথা নত করিনি: এ্যানি

নির্বাচনি রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

দলের দুর্দিনের নেতাকর্মী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে দাওয়াত না দেওয়ায় তারা কর্মিসভায় বাধা দিয়েছেন বলে জানান দলটির রাজনগর উপজেলা আহ্বায়ক সুলতান মাহমুদ সুনু।

রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাওসার আহমদ বলেন, ‘‘প্রস্তুতি সভা করে সবার মতামত নিয়ে কর্মিসভার তারিখ নির্ধারণ করা হয়। জেলা কমিটি উপজেলা আহ্বায়ককে অব্যাহতি দিলেও তাকে প্রস্তুতি সভায় আসতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।’’ 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন,  ‘‘একপক্ষ সভা করতে চাইলে অন্যপক্ষ বাধা দেয়। এতে উত্তেজনা দেখা দেয়। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি।’’ 

ঢাকা/আজিজ/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র জনগর উপজ ল

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ