সংঘর্ষে চুরি হওয়া অস্ত্র ফেরতের নির্দেশ চবি প্রশাসনের
Published: 2nd, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র লুট হয়। সেসব অস্ত্র ফেরতের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
আরো পড়ুন:
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১
চবিতে ১৪৪ ধারা আরো একদিন বাড়ল
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর ৫ আগস্টের পর চবির বিভিন্ন হল থেকে জব্দকৃত দেশীয় অস্ত্র চবি নিরাপত্তা দপ্তরে সংরক্ষিত ছিল। এসব অস্ত্র গত ৩১ আগস্ট চবি শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী জোবরা গ্রামবাসীর সংঘর্ষের সময় নিরাপত্তা দপ্তর থেকে চুরি হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ওই চুরি করা দেশীয় অস্ত্রগুলো যাদের কাছে আছে, তাদের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চবি নিরাপত্তা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের মাত্রা অনেক বেড়ে গেলে নিরাপত্তা দপ্তর থেকে ছয়টি তালা ভেঙে ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হয়।”
তিনি বলেন, “এই অস্ত্রগুলো গত ৫ আগস্টের পর আবাসিক হলগুলোতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছিল। সেগুলো এখনো ফেরত পাওয়া যায়নি। সেই অস্ত্রগুলো ফেরত দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দিয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।”
ঢাকা/মিজান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ স ঘর ষ
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি