শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল বাদশা (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার খায়রুন নেসা মুজিব নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জামাল বাদশা সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের শুবচনী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার নূরানী শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

ঝিনাইদহে ডোবার পানিতে শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল বাদশা প্রতিদিনের মতো পাঠগ্রহণ শেষে শ্রেণিকক্ষের বাহিরে বের হওয়ার সময় টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার মুহতামিম মুফতি খবীর উদ্দিন বলেন, ‘‘শ্রেণিকক্ষের টিনের বেড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে যায়। ক্লাস শেষে বের হওয়ার সময় এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি এ ঘটনায় শোকাহত।’’

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা পারভীন আক্তার বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।’’

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে হাসপাতালে খোঁজ নিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আকাশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ