শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল বাদশা (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার খায়রুন নেসা মুজিব নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জামাল বাদশা সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের শুবচনী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার নূরানী শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

ঝিনাইদহে ডোবার পানিতে শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল বাদশা প্রতিদিনের মতো পাঠগ্রহণ শেষে শ্রেণিকক্ষের বাহিরে বের হওয়ার সময় টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার মুহতামিম মুফতি খবীর উদ্দিন বলেন, ‘‘শ্রেণিকক্ষের টিনের বেড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে যায়। ক্লাস শেষে বের হওয়ার সময় এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি এ ঘটনায় শোকাহত।’’

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা পারভীন আক্তার বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।’’

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে হাসপাতালে খোঁজ নিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আকাশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ