বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরুতেই ঝলসে উঠল স্পেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বুলগেরিয়ার মাঠ ভাসিল লেভস্কি ন্যাশনাল স্টেডিয়ামে লুইস দে লা ফুয়েন্তের দল ৩-০ গোলের অনায়াস জয় পেয়েছে।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। গোল করেন মিকেল ওয়ারিয়াজাবাল, মারক কুকুরেয়া ও মিকেল মেরিনো। বিরতির পর আরও গোলের সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু বুলগেরিয়ার গোলরক্ষক স্বেতোস্লাভ ভুতসোভ দারুণ সব সেভে ব্যবধান আর বাড়তে দেননি।

আরো পড়ুন:

স্পেনজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

খেলার শুরু থেকেই আক্রমণে ছিল দুই দলই। কুকুরেয়ার শট যেমন আটকে যায়, তেমনি বুলগেরিয়ার ক্রিস্টিয়ান দিমিত্রভও ব্যর্থ হন। তবে মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ডান দিক দিয়ে দারুণ দৌড়ে জায়গা তৈরি করে লামিনে ইয়ামাল বল বাড়ান বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা আর্সেনাল মিডফিল্ডার মার্টিন সুবিমেন্দির উদ্দেশ্যে। সেখান থেকে চমৎকার পাস পেয়ে নিচু শটে জালে বল জড়ান ওয়ারিয়াজাবাল।

এরপর সুবিমেন্দি নিজেও হেডে গোল করতে পারতেন। কিন্তু ভুতসোভের দারুণ সেভে তা রক্ষা পায়। বুলগেরিয়ার কিরিলভের শট ঠেকান পেদ্রো পোরো। পরে পোরোর পাস থেকেই আবার ইয়ামাল সুযোগ তৈরি করেন। কিন্তু ভুতসোভ ছিলেন অটল। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ইয়ামালের ক্রস থেকে বল পেয়ে যান কুকুরেয়া। ঠাণ্ডা মাথায় নিচু শটে জালের দেখা পান তিনি।

৩৮ মিনিটে ইয়ামালের কর্নার থেকে হেডে গোল করেন মেরিনো। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিনি আরেকটি সুযোগ পেয়েছিলেন। তবে এমিল সেনোভের দুর্দান্ত ট্যাকলে বেঁচে যায় বুলগেরিয়া।

বিরতির পরও স্পেনের দাপট কমেনি। ইয়ামাল ও মেরিনো দুজনের শটই রুখে দেন গোলরক্ষক ভুতসোভ। একবার তো মেরিনোর জোরালো শট ক্রসবারে লাগিয়ে দেন তিনি। এরপর ওয়ারিয়াজাবাল, মেরিনো ও রদ্রির শটও থামান এই কিপার। নিকো উইলিয়ামসের শটও চলে যায় পোস্টের বাইরে।

৭৯ মিনিটে কোমোর উইঙ্গার হেসুস রদ্রিগেজ স্পেনের হয়ে অভিষেক করেন। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বুলগেরিয়া। ৮০ মিনিটে মারিন পেতকভের বিপজ্জনক শট ঠেকিয়ে দেন ডিন হুইজসেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্বস্তির হাসি স্পেন শিবিরে। তাদের অভিযাত্রা শুরু হলো একদম দাপুটে জয় দিয়ে।

এই জয়ের সুবাদে গ্রুপ-ই’তে শীর্ষে উঠে এসেছে স্পেন। রোববার তাদের প্রতিপক্ষ তুরস্ক, অন্যদিকে বুলগেরিয়া খেলবে জর্জিয়ার বিপক্ষে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।

লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা