ডাকসুর ভোট গণনা চলছে, ফল জানতে সিনেটে ভিড়
Published: 10th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। আর ফলাফল জানতে অধীর অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। তারা সিনেট ভবনে জড়ো হচ্ছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টায় এই খবর লেখা পর্যন্ত গৃহীত ভোট গণনা চলছিল। যতদূর জানা গেছে, আরো সময় লাগবে গণনা শেষ করতে। তবে ফলাফল নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে।
আরো পড়ুন:
ডাকসু ভোটের ফল: একুশে ও সুফিয়া কামাল হলে সাদিক, ফরহাদ, মহিউদ্দিন জয়ী
পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান হাসনাতের
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। লাইনে থাকা ভোটারদের ৪টার পরও ভোট দিতে দেওয়া হয়।
এবার ডাকসুর ৩৭তম নির্বাচন, যেখানে ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ। এবার মোট ভোটার প্রায় ৪০ হাজার। ভোট ঘিরে হলে হলে আনন্দের সঙ্গে উৎকণ্ঠাও দেখা যায়।
ভোটগ্রহণের পুরো ৮ ঘণ্টা উৎসবমুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটগ্রহণের সময় কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি ও অনিয়মের অভিযোগ তোলেন, অসন্তোষ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী। অবশ্য অভিযোগ আমলে নিয়ে তা শক্ত হাতে মীমাংসা করার দাবি করেছে প্রশাসন।
এই গভীর রাতে এখন সবাই অপেক্ষা করছে ফলাফলের। কে হচ্ছেন ডাকসুর ভিপি, সেদিকেই সারা দেশের মানুষের নজর। টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার লাইভের দিকে চোখ পেতে আছে কোটি মানুষ।
ভোট গণনা যত এগোচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে ততই বাড়ছে মানুষের ভিড়। শাহবাগ, দোয়েল চত্বর, শহীদ মিনার, নীলক্ষেতে অপেক্ষায় রয়েছে বহু মানুষ; পছন্দের প্রার্থীর ফল জানতে রাত জেগে আছেন তারা।
আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর অপেক্ষা করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। ডাকসু ভোটের ফল ঘোষণা করা হবে সিনেট ভবনের সামনে। ফলে সেখানেই শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন মধ্য রাতে ‘অতি জরুরি বিজ্ঞপ্তি’ জারি করে জানিয়েছেন, আটটি কেন্দ্রে ভোট গণনার পর ডাকসু ও হল সংসদের ফল ঘোষণা করা হবে। আর ডাকসুর অফিসিয়াল ফল ঘোষণা করা হবে সিনেট ভবনের সামনে থেকে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যতটা জানা যাচ্ছে, তাতে ভিপি পদে জয়ের দৌড়ে দুটি নাম উঠে আসছে। ছাত্রদল-সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান ও শিবির-সমর্থিত প্যানেলের সাদিক কায়েমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। তবে এই দুজনের বাইরে অন্য কেউও দৌড়ে এগিয়ে যেতে পারেন। এখন অপেক্ষা সেই কাঙ্ক্ষিত নামটি জানার।
ডাকসুকে বলা হয় ‘দ্বিতীয় সংসদ’ বা ‘মিনি সংসদ’। জাতীয় সংসদের ছায়া দেখা যায় ডাকুসতে। বলা হয়ে থাকে, ডাকসুর নির্বাচন থেকে জাতীয় রাজনীতির হালচাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। কারণ, এই নির্বাচনের মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে শাহবাগে ভোটের ফল জানতে অপেক্ষমাণ কয়েকজনের কথা হয়। তারা পছন্দের প্রার্থীর জন্য দোয়া করছেন, যেন কাঙ্ক্ষিত ফলই তারা শুনতে পারেন।
ঢাকা/রায়হান/মেহেদী/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা