আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনাসহ নিহত ৬৪
Published: 14th, September 2025 GMT
আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তানি তালেবানদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ১৯ সেনাসহ মোট ৬৪ জন নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, সাহসিক লড়াইয়ের পর শাহাদাত বরণ করেছেন ১৯ সেনা। আর নিহত হয়েছে ৪৫ জঙ্গি। খবর আলজাজিরার।
আরো পড়ুন:
শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
এদিকে, পাকিস্তান তালেবান সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদ বলছে, আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই গোষ্ঠী আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এজন্য কাবুল সরকারকে ‘দায়িত্ব পালনের’ আহ্বান জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানি সেনারা নিহত জঙ্গিদের ‘খারিজি’ বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে তারা ভারতের মদদপুষ্ট। যদিও এ অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ভারত এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এ বিষয়ে আফগান তালেবান সরকার বা ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে সশস্ত্র হামলা বেড়েছে। পাকিস্তানি তালেবান অনেক নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করে ইসলামাবাদ।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবারের এ সংঘর্ষ ছিল কয়েক মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।
এএফপির হিসাবে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪৬০ জন নিহত হয়েছেন, অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। আর গত বছর পাকিস্তানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৬০০ এর বেশি, যা ছিল প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ স ঘর ষ আফগ ন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন