শাহরুখ–কাজলের এক গানেই খরচ হয়েছিল ১০ কোটি টাকা
Published: 15th, September 2025 GMT
শাহরুখ খান ও কাজলের ‘গেরুয়া’ এখনো বলিউডের ইতিহাসে আলাদা জায়গা দখল করে আছে। রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু ‘গেরুয়া’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে পর্দায় শাহরুখ খান ও কাজলের রসায়ন অনেককেই মনে করিয়ে দিয়েছে নব্বই দশকের কথা। সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফারাহ খান জানিয়েছেন, ‘গেরুয়া’ নিয়ে অনেক অজানা কথা।
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত আশনির গ্রোভারের বাসায় গিয়ে ফারাহ খান সেই অভিজ্ঞতা আবারও শেয়ার করেন। আশনিরের স্ত্রী মাধুরী বলেন, ‘আমরা সম্প্রতি আইসল্যান্ডে গিয়েছিলাম, যেখানে আপনি “গেরুয়া” শুট করেছিলেন।’ ফারাহ তখন রোমাঞ্চিত হয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমরা কি শাহরুখ–কাজলের সেই আইকনিক দৃশ্যটির মতো করে ছবি তুলেছিলে?’
‘গেরুয়া’ গানের দৃশ্যে কাজল ও শাহরুখ। এক্স থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক জল র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।