মাত্র আড়াই সপ্তাহ আগেই লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সেই হারের বদলা দারুণভাবে নিলেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি এক অসাধারণ অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জয়ের স্বাদ দিলেন আর্জেন্টাইন মহাতারকা।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে মায়ামি। ১২ মিনিটেই দারুণ এক আউটসাইড-ফুট পাসে জর্ডি আলবাকে গোল উপহার দেন মেসি। স্প্যানিশ ডিফেন্ডার সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই জালে বল জড়ান।

আরো পড়ুন:

মেসির পেনাল্টি মিস, মায়ামির হার

মেসির আর্জেন্টিনার অক্টোবরের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

২৮ মিনিটে মেসি নিজেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন। চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে আবারও বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে শট নেন। কিন্তু বল গিয়ে লাগে পোস্টে।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল পান মেসি। এবার আলবা পাস বাড়ালেন, দৌড়ে আসা মেসি সামান্য স্পর্শেই জালে পাঠালেন বল। ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই রদ্রিগো ডি পলের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ইয়ান ফ্রে। স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ৬৯ মিনিটে অবশ্য ব্যবধান কমায় সিয়াটল। মেক্সিকান তরুণ ওবেদ ভারগাস গোল করেন। দিনটিও ছিল প্রতীকী, তার দেশের স্বাধীনতা দিবস। শেষ দিকে মেসি আরেকটি গোলের সুযোগ পেলেও গোলরক্ষক স্টেফান ফ্রাই ঠেকিয়ে দেন। ফলে ডাবল না হলেও গোল-অ্যাসিস্টে আবারো নায়ক হয়ে থাকলেন তিনি।

ম্যাচ শেষে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, “এই জয়টা আমাদের জন্য ভীষণ জরুরি ছিল। কয়েক দিন আগে হেরে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তবে আজকের জয় আমাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে। সামনে সাতটা ম্যাচ আছে, প্রতিটাই আমাদের কাছে ফাইনালের মতো।”

তবে চোট ও নিষেধাজ্ঞায় ভুগছে মায়ামি। লুইস সুয়ারেজ এখনও তিন ম্যাচের নিষেধাজ্ঞার দ্বিতীয়টিতে বাইরে ছিলেন। আর জাতীয় দলের বিরতিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও হারাতে হয়েছে মাসচেরানোকে।

মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে আসা তরুণ মাতো সিলভেত্তির অভিষেক হয় এ ম্যাচে।

আগামী শনিবার ইন্টার মায়ামি ঘরের মাঠে মুখোমুখি হবে ডি.

সি. ইউনাইটেডের। অন্যদিকে সিয়াটল সাউন্ডার্স রবিবার খেলবে অস্টিন এফসির বিপক্ষে। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব যবধ ন

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী ২ নভেম্বর দিবসটি পালিত হয়।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেককে জীবনও দিতে হচ্ছে।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচারই এখনো অমীমাংসিত রয়ে গেছে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে (ফিলিস্তিনের) গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। আমি আবারও এই ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘যেকোনো জায়গায় বিচারহীনতা শুধু ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের প্রতিই অন্যায় নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, আরও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং গণতন্ত্রের প্রতি হুমকি।’ তিনি বলেন, সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, প্রত্যেক অপরাধীর বিচার করা এবং সাংবাদিকেরা যাতে সর্বত্র স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘নারী সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা হয়রানিমূলক আচরণ অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে। এ ধরনের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই সাজা হয় না এবং এটি প্রায়শই বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাঁরা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তাঁদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে হবে।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যাঁরা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন, তাঁরা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’

সম্পর্কিত নিবন্ধ