আগ্রাসী ভাঙনে ভিটা হারালো শতাধিক পরিবার
Published: 7th, October 2025 GMT
উজানের ঢলের কারণে কুড়িগ্রামে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তীব্র হয়েছে নদীর ভাঙন। গত দুই দিনে দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতভিটা হারিয়েছে শতাধিক পরিবার। তাদের অনেকে মাথা গোঁজার ঠাঁই ছাড়া অবস্থায় রয়েছেন।
ভাঙন কবলিত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আরো পড়ুন:
নদীতে বড়শি দিয়ে মাছ শিকার, ৬ জেলেকে জরিমানা
রূপসায় ডুবে গেল নোঙর করা ট্যুরিস্ট জাহাজ
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা গেছে, নদীর তীব্র স্রোতের তোরে একের পর এক ভেঙে পড়ছে পাড়। ভাঙন থেকে বাঁচতে নদীর তীর থেকে ঘরের চাল, আসবাবপত্র সরিয়ে নিতে দেখা যায় স্থানীয়দের।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দুধকুমার নদে চলছে ভাঙন। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই নদে ভাঙন শুরু হয়। শুধু বানিয়াপাড়া নয়, নাগেশ্বরী উপজেলার বল্লবের খাস, উলিপুর উপজেলার বেগমগঞ্জের খুদিরকুটি, কাচকোল এলাকায় তীব্র হয়ে উঠেছে দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙন।
এলাকাবাসী জানান, ভাঙনের কবলে পড়ে গত দুইদিনে এসব এলাকায় ভিটা হারিয়েছে শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ফসলি জমি, হাট-বাজারসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙনরোধে সরকারি পদক্ষেপ না থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে জানান তারা।
রবিবার রাত থেকে দুধকুমার নদী ভাঙন শুরু হয়
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মানিক মিয়া বলেন, “হঠাৎ দুধকুমার নদে পানি বৃদ্ধি পেতে শুরু করে। রবিবার রাত ১০ দিকে ভাঙন দেখা দেয় যা এখনো অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালেও নদী তীরবর্তী মানুষজন নিজেদের ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছেন।”
তিনি বলেন, “অনেকের ঘর ও গাছপালা নদীতে ভেসে গেছে। এক কিলোমিটার এলাকাজুড়ে চলা ভাঙনের কারণে ৫০টিরও বেশি ঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন এলাকাবাসী।”
একই এলাকার সোনা মিয়া জানান, “রবিবার রাত থেকে ঘর ও আসবাবপত্র সরিয়ে অন্যের জায়গায় রাখছি। যাওয়ার জায়গা নেই। এই পরিস্থিতিতে বউ-বাচ্চা নিয়ে কী করব, কোথায় যাবো ভেবে পাচ্ছি না।”
সদরের পাঁচগাছী ইউনিয়নের আবেদ আলী বলেন, “আমার দুই বিঘা জমির আমন পানিতে তলিয়ে গেছে। যদি পানি দ্রুত নেমে যায় তাহলে ক্ষতি কম হতে পারে। যদি ৫-৬ দিন থাকে তাহলে সব সব নষ্ট হয়ে যাবে। ফসল নষ্ট হলে বড় ক্ষতির মুখে পড়ব আমি।”
যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, দীর্ঘদিন ধরে দুধকুমারের ভাঙন চলছে। বারবার বলার পর কিছু বালু ভর্তি জিওব্যাগ বরাদ্দ দেয় প্রশাসন। তা দিয়েও ভাঙন রোধ হচ্ছে না। সবকিছু ভেঙে নিয়ে যাচ্ছে নদী। আমরা চাই সরকার এখানে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিক।”
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.
ঢাকা/বাদশাহ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নদ উপজ ল র এল ক য় রব ব র
এছাড়াও পড়ুন:
ফের মা হতে যাচ্ছেন কমেডিয়ান ভারতী সিং
ফের মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া দম্পতির এটি দ্বিতীয় সন্তান।
ভারতী সিং তার বেবি বাম্পের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কোনো পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছেন ভারতী। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন তার বর হার্ষ। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন—“আমরা আবারো প্রেগন্যান্ট।”
আরো পড়ুন:
শর্বরীকে সঙ্গে নিয়ে ‘সাইয়ারা’ সিনেমার নায়কের নয়া মিশন
প্রাক্তন প্রেমিকা দীপিকায় বুঁদ রণবীর কাপুর (ভিডিও)
এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ভারতী-হার্ষ দম্পতি। অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন, “অভিনন্দন।” ফারাহ খান লেখেন, “আরে বাহ! অভিনন্দন।” অভিনেত্রী কাশ্মীরা শাহ লেখেন, “ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন।” নিয়া শর্মা লেখেন, “ এ খবরে হৃদয় হাসছে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
কয়েক বছর প্রেম করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর লেখক হার্ষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী। ২০২২ সালের ৩ এপ্রিল পুত্র সন্তানের মা হন। এটি তাদের প্রথম সন্তান।
একই বছরের শেষের দিকে গর্ভধারণের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতী। সেসময় তিনি জানিয়েছিলেন, হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর। তার বেশি ওজনের জন্যই নাকি আড়াই মাস পর্যন্ত বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা।
২০২৩ সালে অভিনেত্রী কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও শোয়ে হাজির হয়েছিলেন ভারতী। এসময় কারিনা কাপুরকে চমকে দিয়ে ভারতী বলেছিলেন—“আপনি যদি আমাকে প্রশ্ন করেন বর না কি খাবার কোনটি থেকে আপনি ১৫ দিন দূরে থাকতে পারবেন? জবাবে বলব, তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকব।”
এসব কথা বলার পরই ভারতী বলেছিলেন, “আমি আবার মা হতে চাই। কারণ আমি এটা খুব উপভোগ করছি।” অবশেষে ভারতীর সেই ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন সে বিষয়ে কিছু জানাননি এই কমেডিয়ান।
ঢাকা/শান্ত