বৃষ্টি হলে দূষণ কমে, এখন কেন উল্টো হচ্ছে
Published: 9th, October 2025 GMT
সাতসকালে রাজধানীতে এত বায়দূষণ একেবারেই অপ্রত্যাশিত ছিল। আজ বৃহস্পতিবার সকালের কথা বলছি। কারণ, গতকাল বুধবার দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী ২৫ মিলিমিটার। কম বৃষ্টি নয়। ঢাকাসহ ছয় বিভাগের কোনো স্থানে এত বৃষ্টি হয়নি গতকাল। তারপরও সকাল আটটার দিকে আইকিউএয়ারের রাজধানী ঢাকার গড় বায়ুমান ছিল ১৪৭। এ মান অনেকটা খারাপ।
একটি অঞ্চলের বায়ুদূষণ কত, তাৎক্ষণিকভাবে তা জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদেরই হিসাব ছিল এটি। বৈশ্বিকভাবে এ পর্যবেক্ষণ বেশ গ্রহণযোগ্য। আইকিউএয়ার মোট ছয়টি মানদণ্ডে বাতাসের মান নির্ধারণ করে। এর মধ্যে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) যদি শূন্য থেকে ৫০ থাকে, তবে তা ভালো; ৫১ থেকে ১০০ হলে মোটামুটি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর আর ৩০১ থেকে ওপরে একেবারে দুর্যোগপূর্ণ। আজ সকালে তাই সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর।
এ গোষ্ঠীর মধ্যে পড়েন বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা, শিশু বা অসুস্থ কোনো ব্যক্তি। তবে সার্বিকভাবে বাতাসের মান এমন থাকলেও নগরীর কোনো কোনো স্থানে বায়ুর মান ছিল অস্বাস্থ্যকর। যাহোক, আকাশে ঘন মেঘ দেখে বৃষ্টির আশা করা হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাসও ছিল তেমনই। আর তাতে আশা করা স্বাভাবিক ছিল, এ বৃষ্টিতে দূষণ কমবে। সকাল পৌনে নয়টার দিকে ঝমঝমিয়ে বৃষ্টিও হলো। আবহাওয়া অফিসের হিসাব বলছে, তিন ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলামের কথায়, এ সময়ে এ বৃষ্টি আসলে অনেক।
বায়ুদূষণ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মা-বাবাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগ, ছেলে গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন- উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)।
আরো পড়ুন:
শটগান-ওয়াকিটকি কেড়ে নিয়ে আসামির পলায়ন, ছয় পুলিশ বরখাস্ত
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু মিয়া বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহাম্মদ। পরে রাজুর দেওয়া তথ্য অনুযায়ী দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে রানুয়ারা বেগমকে গলা টিপে এবং ওই দিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে রাজু। পরে তাদের দুজনের লাশ বাসার ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের পরে বেকার হয়ে পড়েন রাজু। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। প্রায় সময় বাবা-মায়ের সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার ঝগড়া হতো।
ঢাকা/মিলন/রাজীব