৪৮তম বিসিএসে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ২ হাজার ৮৬৯ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক নোটিসে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে এতসঙ্গে সংযুক্ত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে নির্বাচিত ২৮৬৯ (দুই হাজার আটশত উনসত্তর) জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি এতৎসঙ্গে প্রেরণ করা হলো।’ এমতাবস্থায়, উক্ত সময়সূচি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো’—যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনমোংলা বন্দরে ৯ম থেকে ২০তম গ্রেডে চাকরি, ১১৩ পদে নিয়োগ১২ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষার জন্য সময়সূচি
* ২১ অক্টোবর ২০২৫, সকাল ৮টা ৩০ ঘটিকা;
* ২২ অক্টোবর ২০২৫, সকাল ৮টা ৩০ ঘটিকা;
* ২৩ অক্টোবর ২০২৫, সকাল ৮টা ৩০ ঘটিকা;

স্বাস্থ্য পরীক্ষার স্থান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।

স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা অনলাইনে ট্রেজারি চালানের (১৪৪১২৯৯) মাধ্যমে এবং মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত নগদ ৫০ টাকা বোর্ডের নিকট দাখিল করতে হবে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে স্বল্প খরচে পড়াশোনার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান১৪ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স থ য পর ক ষ র ম ড ক ল কল জ ব স এস স র জন সহক র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। গত রোববার উপাচার্যের দপ্তরে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইন প্রক্রিয়ায় শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী বছরের ২ জানুয়ারি (শুক্রবার), ই ইউনিটের ৩ জানুয়ারি (শনিবার), সি ইউনিটের ৯ জানুয়ারি (শুক্রবার), ডি ইউনিটের ১০ জানুয়ারি (শনিবার) এবং বি ১ উপ-ইউনিটের ৫ জানুয়ারি (সোমবার), বি ২ উপ-ইউনিটের ৬ জানুয়ারি (মঙ্গলবার) ও ডি ১ উপ-ইউনেটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি (সোমবার)।

ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

আরও পড়ুনএইচএসসি–২০২৫ পরীক্ষার ফল অনলাইনে, শিক্ষার্থীরা পাবেন যেভাবে ১৩ অক্টোবর ২০২৫

আরও ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মো. শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।

সম্পর্কিত নিবন্ধ

  • কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
  • জিমেইলে নতুন এআই সুবিধা
  • প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়, যারা থাকবেন
  • বিইউপির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ নভেম্বর
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • কুকসুর গঠনতন্ত্র প্রণয়নে সময়সীমা বেড়েছে
  • হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত, কারণ অনিবার্য
  • বিমানে ইন্টার্ন নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ