দেশের অষ্টম বিভাগ হিসেবে ১০ বছর আগে আত্মপ্রকাশ করেছে ময়মনসিংহ। ক্রিকেট বোর্ডের ‘স্বীকৃতি’ পেতে ময়মনসিংহের লাগল ১০ বছর! বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত আগস্টে ময়মনসিংহকে জাতীয় ক্রিকেট লিগে অন্তর্ভূক্ত করেছে।

বিসিবি জানায়, জাতীয় লিগে ঢাকা মেট্রো নয়,  ময়মনসিংহ নামে দল খেলবে। এজন‌্য ঢাকা মেট্রোর ক্রিকেটাররা বিসিবির সঙ্গে অনুরোধ করেছিলেন পুরোনো নামেই দল পরিচালনা করতে। কিন্তু তাদের সেই অনুরোধ রাখা হয়নি।

আরো পড়ুন:

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন

খুলনাকে উড়িয়ে অপ্রতিরোধ্য রংপুর জিতল শিরোপা

আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হতে যাচ্ছে ময়মনসিংহের। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রো খেলেছিল। এবার বড় দৈর্ঘ‌র ক্রিকেটে মাঠে নামবে ময়মনসিংহ। ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিকে বিলুপ্ত হয়ে যাবে ঢাকা মেট্রো।

প্রসঙ্গত, ২০১১ সালে যখন রংপুর বিভাগীয় দল আসে তখন টুর্নামেন্টের দলসংখ্যা ৬টি থেকে ৭টি করা হয়। ঢাকা মেট্রো দল তৈরি করা হয় যাতে ৮টি দল হয়। এবার ময়মনসিংহকে আনলে দল ৯টি হয়ে যাচ্ছে। আগের সেই কারণে সমানসংখ্যক দল রাখতে ঢাকা মেট্রোকে বাদ দেওয়া।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহের প্রথম ম‌্যাচ সিলেট বিভাগের বিপক্ষে। আউটার মাঠে খেলবে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ। খুলনা আতিথেয়তা দেবে বরিশাল বিভাগকে। এছাড়া রাজশাহীতে খেলবে রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। এই চার মাঠ ছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, কক্সবাজারের দুই মাঠ, বগুড়া ও চট্টগ্রামেও হবে খেলা।

প্রসঙ্গত, লিগের প্রথম দুই রাউন্ডের খেলা হবে কুকাবুরা বলে। আয়ারল্যান্ডের সঙ্গে আগামী মাসের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি রাউন্ডগুলো হবে ডিউক বলে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহের ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ডিক্লেয়ারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করে সম্পাদক ও প্রকাশককে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ; এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর; এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র; মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা; নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা; আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা; শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান; ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ; ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ; বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি ও ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ।

চিঠিতে বলা হয়েছে, গত ১০ ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ২য় ও ৩য় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে এবং উল্লিখিত সংখ্যাসমূহ অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হয়নি। এ ঘটনায় ১৬ এপ্রিল ১৩ পত্রিকার প্রকাশক ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২১ এপ্রিল ভুল স্বীকার করে ঘটনাটিকে সম্পূর্ণভাবে বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা ও নিজস্ব মুদ্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মর্মে ব্যাখ্যাসহ জবাব দাখিল করেছেন। যা যুক্তিযুক্ত বিবেচিত হয়নি।

গত ১৮ মে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তেও প্রমাণিত হয়েছে যে প্রকাশিত ১১টি সংবাদপত্র অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হচ্ছে না। যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হলো।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিএল শুরু ২৫ অক্টোবর, প্রথমবার অংশ নিচ্ছে ময়মনসিংহ
  • আইনগত বাধা নেই, তাই এনসিপি-কে শাপলা দিতে হবে: সারজিস 
  • ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে বিক্ষোভ
  • ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৪১ রোগী
  • ময়মনসিংহের ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল
  • ‘সব প্রতিবেদন হুবহু’ প্রকাশ, ময়মনসিংহের ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল
  • টাঙ্গাইলে মহাসড়ক থেকে সরলেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক 
  • টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবর
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু