দেড় বছর পর বড় পর্দায় ফিরেছেন কিয়ারা আদভানি। অন্যদিকে ‘আরআরআর’-এরপর প্রত্যাবর্তন হয়েছে রামচরণেরও। দুই তারকাকে দেখা গেছে এস শঙ্করের ‘গেম চেঞ্জার’-এ। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দুই দিনে কত আয় করল দক্ষিণি ছবিটি।

এস শঙ্করের আগের সিনেমাগুলো দর্শক-সমালোচকেরা সেভাবে পছন্দ করেননি। তবে ‘গেম চেঞ্জার’-এর প্রতিক্রিয়া সে তুলনায় ভালো। বক্স অফিসে শুরুটা অবশ্য আশাজাগানিয়া ছিল না।

‘গেম চেঞ্জার’ ছবিতে রাম চরণ ও কিয়ারা আদভানি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ