পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ড্রাফট থেকে প্রথম দফায় দল পাননি বাংলাদেশের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। তবে পিএসএলের ১০ম আসরের ড্রাফট থেকে দল পান তরুণ পেস সেনসেশন নাহিদ রানা।
এরপর দল পেয়েছেন বাংলাদেশের ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন দাস ও লেগ স্পিনার রিশাদ আহমেদ। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর বিপিএলে সেঞ্চুরি করা লিটনকে দলে নিয়েছে করাচি কিংস। রিশাদ আহমেদকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
তারা দু’জন সিলভার ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেয়েছেন। এর মধ্যে লিটন দ্বিতীয় রাউন্ডে ও রিশাদ দল পেয়েছেন তৃতীয় রাউন্ডে। নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তিনি ড্রফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন। প্রথম রাউন্ডের ডাকে তাকে দলে নিয়েছে জালমি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন