বংশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
Published: 25th, January 2025 GMT
রাজধানীর বংশালে মাকসুদা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) ভোরে বংশাল থানার শিক্ষাটুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বংশাল থানা উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বিষয়টি জানিয়েছেন।
আরো পড়ুন:
যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: নাসিরুদ্দিন
তিনি জানান, ইব্রাহিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর নতুনপাড়া এলাকায়। ইব্রাহিম ও তার স্ত্রী মাকসুদা খাতুন বংশাল থানার শিক্ষাটুলি এলাকার ২৪ নম্বর বাসায় থাকতেন। বেশ কিছুদিন ধরে ইব্রাহিম তার স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছেন এমন সন্দেহ করতেন। এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল বিকেলে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইব্রাহিম হাতুড়ি দিয়ে তার স্ত্রী মাকসুদা খাতুনকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন