বংশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
Published: 25th, January 2025 GMT
রাজধানীর বংশালে মাকসুদা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) ভোরে বংশাল থানার শিক্ষাটুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বংশাল থানা উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বিষয়টি জানিয়েছেন।
আরো পড়ুন:
যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: নাসিরুদ্দিন
তিনি জানান, ইব্রাহিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর নতুনপাড়া এলাকায়। ইব্রাহিম ও তার স্ত্রী মাকসুদা খাতুন বংশাল থানার শিক্ষাটুলি এলাকার ২৪ নম্বর বাসায় থাকতেন। বেশ কিছুদিন ধরে ইব্রাহিম তার স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছেন এমন সন্দেহ করতেন। এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল বিকেলে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইব্রাহিম হাতুড়ি দিয়ে তার স্ত্রী মাকসুদা খাতুনকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।