ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরা
Published: 19th, October 2025 GMT
‘দঙ্গল’খ্যাত বলিউড তারকা অভিনেত্রী জাইরা ওয়াসিম। পাঁচ বছর আগে ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেন এই অভিনেত্রী। দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নেন জাইরা। দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে জানালেন—বিয়ে করেছেন তিনি।
ইনস্টাগ্রাম দুটো ছবি পোস্ট করেছেন জাইরা ওয়াসিম। একটিতে দেখা যায়, কাবিননামায় স্বাক্ষর করছেন জাইরা। হাতে শোভাময় মেহেদি ডিজাইন ও দৃষ্টিনন্দন পান্নার একটি আংটি। অন্য ছবিতে দেখা যায়, স্বামীকে নিয়ে চাঁদ দেখছেন জাইরা। উল্টো দিকে ঘুরে ছবি তোলায় জাইরা কিংবা তার বরের মুখটি দেখা যাচ্ছে না। জাইরার গায়ে গাঢ় লাল দোপাট্টা জড়ানো, যাতে সোনালি সূচিকর্ম; পাশে বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি। এসব ছবির ক্যাপশনে জাইরা ওয়াসিম লেখেন—“কবুল।”
আরো পড়ুন:
মা হলেন পরিণীতি চোপড়া
উত্তপ্ত আসাম: গায়ক জুবিনের মৃত্যু নিয়ে যা বলল সিঙ্গাপুর পুলিশ
বিয়ের খবর দেওয়ার পর অসংখ্য কমেন্ট জমা পড়েছে। বড় একটি অংশ তাকে অভিবাদন জানিয়েছেন। অন্য একটি অংশ জাইরাকে নিয়ে সমালোচনা করছেন। নেটিজেনরা দুটো শিবিরে বিভক্ত হয়ে তর্কে জড়িয়েছেন।
একজন লেখেন, “ধর্ম কীভাবে তোমার স্বপ্ন ধ্বংস করে দেয়, তুমি কাজ করার সময়ও তোমার ধর্ম অনুসরণ করতে পারো, এমনকি কাজকেই ধর্ম বলা হয়, এত প্রতিভাবান শিল্পী। আশা করি, সে খুশি হবে।” অন্য একজন লেখেন, “মগজ ধোলাই এবং নিপীড়নের সর্বোচ্চ শিখর।”
চন্দন গুপ্তা লেখেন, “একসময় ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো সিনেমা করে এখন এই অবস্থা!” ইশান লেখেন, “কুবুল বলা ছাড়া তোমার আর কী বিকল্প আছে? মৌলবাদ তোমার ক্যারিয়ারকে গ্রাস করেছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে এসব মন্তব্যের জবাব দেননি জাইরা ওয়াসিম।
আমির খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দঙ্গল’। এতে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। সিনেমাটিতে গীতা ফোগাটের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল।
তাছাড়া ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অভিনয় করেও দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান জাইরা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। কিন্তু একই বছর অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম র খ ন
এছাড়াও পড়ুন:
শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতাল নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও সনাক্ত হয়নি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, “আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, করেই বিকট শব্দে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার আশঙ্কা বেশি।”
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজনের মরদেহ আমরা উদ্ধার করি। এছাড়া হাসপাতালে আরো দুজন মারা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা যাচ্ছিল।”
ঢাকা/বেলাল/এস