সোনারগাঁয়ে চীনা নববর্ষ উদযাপন, বিনিয়োগ বাড়ানোর আহ্বান
Published: 29th, January 2025 GMT
সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে চীনা নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইএসএডিএস, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে।
"নবায়নযোগ্যতা, সমৃদ্ধি এবং স্থায়িত্ব" শীর্ষক এই বিশেষ উদযাপনে স্থানীয় সম্প্রদায়, নীতিনির্ধারক এবং পরিবেশবাদীরা অংশ নেন। তারা নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও প্রসারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। চীনের নবায়নযোগ্য শক্তি উন্নয়নে অগ্রগামী ভূমিকার ফলে বাংলাদেশও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি বিশেষ সুযোগ পেতে পারে বলে আলোচকরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আয়োজিত আলোচনাসভায় নবায়নযোগ্য শক্তি সংক্রান্ত বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি কীভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে, তা তুলে ধরেন।
ইএসএডিএস এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, "চীনা নববর্ষ পুনর্নবীকরণের ও আশার প্রতীক। নারায়ণগঞ্জে এটির উদযাপনের মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়।"
ইডএঊউ-এর পরিচালক বলেন, "এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদযাপনটি আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত অগ্রসর হওয়ার জরুরি প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।"
অনুষ্ঠান শেষে চীনা সরকারের প্রতি একটি যৌথ আবেদন পেশ করা হয়, যাতে বাংলাদেশে সবুজ বিনিয়োগের সুযোগ বৃদ্ধির জন্য তারা সহায়তা করে।
এই আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জে শুধুমাত্র একটি উৎসব উদযাপন করা হয়নি, বরং এটি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান হিসেবেও চিহ্নিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান,সহভাপতি ফজলুল হক ভূঁইয়া, অভিনেতা শিশির, বোরহান বকুল প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র জন য
এছাড়াও পড়ুন:
মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।
সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান খান ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহানগর বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে বৃহস্পতিবার দুপুর দুইটার মধ্যে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় র্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সরদার, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।