Risingbd:
2025-08-02@11:14:32 GMT

যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি

Published: 1st, February 2025 GMT

যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি

যশোরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে তালা কেটে একটি ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপশহরের গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে।

শোরুমের মালিক আবুল কাশেম বলেন, ‘‘নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাতেরা শোরুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ১৫০ পিস ব্যাটারিসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’’

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’’

ঢাকা/রিটন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত

১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২

এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ