বিপিএলে প্লে-অফের চার দল চূড়ান্ত, দেখে নিন সময়সূচি
Published: 2nd, February 2025 GMT
সমালোচনা ও বিতর্কের মাঝেও জমজমাটভাবে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। উত্তেজনায় ঠাসা গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেরা চারের দল নির্ধারণের জন্য।
এবারের বিপিএলের লিগ পর্ব ছিল অনিশ্চয়তায় ভরা। রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করলেও শীর্ষ দুইয়ে থাকতে পারেনি, ফলে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। অন্যদিকে টুর্নামেন্টের মাঝপথে শঙ্কায় থাকা চিটাগং কিংস ঘুরে দাঁড়িয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। খুলনা টাইগার্সও শেষ ম্যাচে এসে নিশ্চিত করেছে সেরা চারে জায়গা।
প্লে-অফের সূচি:
এলিমিনেটর ম্যাচ: রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে সোমবার দুপুর ১:৩০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে, আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
প্রথম কোয়ালিফায়ার: সোমবার সন্ধ্যা ৬:৩০টায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে হারা দল ও এলিমিনেটর জয়ী দলের মধ্যে বুধবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। জয়ী দল জায়গা করে নেবে ফাইনালে।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। এখন সেরা চার দল লড়বে ট্রফির জন্য, দেখার অপেক্ষা কে হাসবে শেষ হাসি!
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।