বন্দরে গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
Published: 2nd, February 2025 GMT
বন্দরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ শারমিন বেগমকে কুপিয়ে জখম করে বসত বাড়ি ভাংচুর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ভাবী বাদী হয়ে লম্পট দেবর বিল্লাল, ছেলে সৌরভ হোসেন ও মেয়ে ঋতুকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২(২)২৫ ধারা- ৪৪৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৪২৭/ ৫০৬ / ১১৪ পেনাল কোড।
এর আগে গত শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার লম্বাদরদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লম্বাদরদী এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে বিল্লাল হোসেন মিয়া দীর্ঘদিন ধরে তারেই বড় ভাই মুক্তার হোসেনের স্ত্রী শারমিন বেগমসহ তার পরিবারকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। সে সাথে লম্পট দেবর বিল্লাল তার বড় ভাইয়ের স্ত্রীকে দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এতে ভূক্তভোগী গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট দেবর বিল্লাল তার বড় ভাই মুক্তার হোসেন ও তার ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এর জের ধরে গত শনিবার সকাল ১১টায় লম্পট বিল্লাল, ছেলে সৌরভ হোসেন ও মেয়ে ঋতু পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লম্বাদরদীস্থ শারমিন বেগমের বসত বাড়ি অনাধিকার ভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে।
গৃহবধূ শারমিন বেগম লম্পট বিল্লাল ও তার সন্তানদেরকে গালাগালি করতে নিষেধ করলে ওই সময় লম্পট বিল্লাল ও তার ছেলে সৌরভ এবং মেয়ে ঋতু ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে শারমিন বেগমকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
ওই সময় হামলাকারি সৌরভ শারমিন বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিরা বসত ঘরের মালামাল ভাংচুর করে ২৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ হবধ গ হবধ
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//