জেমিনি চ্যাটবট ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে হ্যাকাররা
Published: 5th, February 2025 GMT
বিভিন্ন দেশের হ্যাকাররা গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবট ব্যবহার করে বড় ধরনের সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ (জিটিআইজি)। গুগলের তথ্যমতে, অন্তত ২০টি দেশের হ্যাকার দল জেমিনি চ্যাটবট ব্যবহার করছে, যার মধ্যে ইরান ও চীনের সাইবার অপরাধীরা সবচেয়ে বেশি সক্রিয়। যদিও এখন পর্যন্ত হ্যাকাররা জেমিনি চ্যাটবট ব্যবহার করে সরাসরি সাইবার হামলা চালানোর সক্ষমতা অর্জন করেনি।
গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা মূলত নেটওয়ার্কের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত, আক্রমণের কৌশল নির্ধারণ এবং হামলার পর দীর্ঘ সময় নিজেদের নেটওয়ার্কের পরিচয় গোপন রাখার জন্য জেমিনি চ্যাটবটের সহায়তা নিয়ে থাকে। ইরানের হ্যাকাররা এরই মধ্যে জেমিনি চ্যাটবট ব্যবহার করে বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংস্থা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ওপর নজরদারি, ফিশিং আক্রমণের কৌশল তৈরিসহ ভুয়া তথ্য প্রচার করছে। এ ছাড়া তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তিসংক্রান্ত গবেষণা এবং প্রযুক্তিগত অনুবাদ ও ব্যাখ্যার কাজেও জেমিনি চ্যাটবটের সহায়তা নিয়ে থাকে।
চীনের হ্যাকাররা জেমিনি চ্যাটবট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ও সরকারি সংস্থাগুলোর ওপর নজরদারি করাসহ নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে বিভিন্ন নেটওয়ার্কে প্রবেশ করছে। এমনকি তারা বর্তমানে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে পাসওয়ার্ড হ্যাক করে প্রবেশের উপায় খুঁজেছে এবং কার্বন ব্ল্যাক ইডিআরের মতো সাইবার নিরাপত্তা সফটওয়্যারকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে।
গুগলের তথ্যমতে, বিভিন্ন দেশের হ্যাকাররা জেমিনির নিরাপত্তাব্যবস্থা ভেদ করার চেষ্টা করেছে; কিন্তু তারা সফল হয়নি। তবে ডিপসিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলো সহজেই প্রম্পট ইনজেকশন আক্রমণের শিকার হতে পারে, যা সাইবার অপরাধীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে সাইবার হামলা আরও জটিল ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই