স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্বেগ ও শোক
Published: 8th, February 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা শাখার যুগ্ন-আহবায়ক মামুন হোসাইনকে (৪১) কে গত শুক্রবার দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফতুল্লা পূর্ব লালপুর(পাকিস্তানি খাদ) নিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা শাখার যুগ্ন-আহবায়ক মামুন হোসাইনকে অত্যান্ত নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
আমরা মনে করি তার এই হত্যাকান্ড সারা দেশকে অস্থির করে তোলার লক্ষ্যে জনরোষে দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং নারায়নগঞ্জে ঘাপটি মেরে থাকা তার জঙ্গি সংগঠনের সদস্যদের ষড়যন্ত্রেরই একটা অংশ।
মামুন হোসাইনের হত্যার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে ফ্যাসিস্ট আওয়ামী খুনী বাহিনী এখনো নীরব ঘাতক হিসেবে বিভিন্ন এলাকায় সোচ্চার রয়েছে।
তার হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা সরকার এবং প্রশাসনের কাছে বলতে চাই যে, আপনারা অতিদ্রুত স্বেচ্ছাসেবক দল নেতা মামুনের হত্যাকারীদের খুজে বের করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন।
ফ্যাসিবাদের দোসরদের এই জাতীয় ভয়ংকর কর্মকান্ডের মূল উপরে ফেলার জন্য জুলাই-আগস্ট গনহত্যার বিভিন্ন মামলার চিহ্নিত আসামীদের গ্রেফতার করার ব্যবস্থা করুন। আমরা চাই, মামুনের মত আর কোনো তাজা প্রান যেনো ঝরে না যায়, আর কোনো পরিবার যেনো তাদের অবিভাবক অসময়ে না হারায়।
আমরা মামুন হোসাইনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব সবার সাথে সহমর্মিতা জানাচ্ছি। তার রুহের মাগফেরাত কামনা করছি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।