কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ হওয়া এক গৃহবধূকে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া অপহরণ মামলায় ওই গৃহবধূর কথিত প্রেমিক আশিকুর রহমান আশিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাদের উদ্ধার ও গ্রেপ্তারের পর রোববার আদালতে সোপর্দ করা হয়। 

গৃহবধূর দাবি, আবেগের বশে প্রায় তিন মাস আগে আশিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। 

গ্রেপ্তার আসামি আশিক (২৫) কুষ্টিয়া খোকসা উপজেলার জগলবা এলাকার কালাম শেখের ছেলে। অপরদিকে উদ্ধার গৃহবধূ একই উপজেলার বাসিন্দা।

এলাকাবাসী ও স্বজনদের ভাষ্য, উদ্ধার গৃহবধূ এক সন্তানের জননী। তিনি আশিকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এক পর্যায়ে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যান। অপরদিকে আশিকেরও স্ত্রী রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি কুমারখালীর সদকী ইউনিয়নের জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল এলাকা থেকে ওই গৃহবধূকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান যুবক আশিক। এ ঘটনায় ১৬ জানুয়ারি কুষ্টিয়া নারী ও শিশু আদালতে মামলা নথিভুক্তের জন্য এজাহার দেন ওই তরুণীর মা। ২২ জানুয়ারি আদালতের নির্দেশে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা রুজু হয়। 

মামলার বাদী ও তরুণীর মা বলেন, প্রেমের অভিনয় করে আসামি আশিক তাঁর মেয়েকে অপহরণ করেছিল। বিচারের আশায় মামলা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। 

গৃহবধূ বলেন, তাঁর একটি ছেলে সন্তান আছে। তবুও আবেগের বশে প্রায় তিন মাস আগে আশিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি এখন স্বামীর সংসারে ফিরতে চান। 

ওই গৃহবধূকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সায়েম জানান, উদ্ধার গৃহবধূ ও গ্রেপ্তার আসামিকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ হবধ গ হবধ ক

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর

সাতক্ষীরার আশাশুনি থেকে আট দিন আগে অপহরণ হওয়া এক কিশোরীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। মেয়েকে জীবিত ফেরত পেতে ব্যাকুল হয়ে আছে পরিবার।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে অপহৃতের বাবা বিষয়টি গণমাধ্যমকে জানান।

আরো পড়ুন:

আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাৎ

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

মেয়েটির বাবার করা অভিযোগ সূত্রে জানা গেছে, তার ১৫ বছর বয়সী মেয়েকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেন আশাশুনির খড়িয়াটী গ্রামের পীর আলী সরদারের ছেলে গোলাম কিবরিয়া। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদারাসায় যাওয়ার পথে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এ ঘটনায় আশাশুনি থানায় জিডি করেন মেয়েটির বাবা, যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইলে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, “মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ছয় বছর ধরে নিখোঁজের পর ফেনীতে মৃত অবস্থায় উদ্ধার, সেই আহাদ আসলে কে
  • সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর