শান্তর কম ম্যাচ খেলা নিয়ে চিন্তিত নন কোচ সিমন্স
Published: 10th, February 2025 GMT
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেললেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলার সুযোগ পেলেও ছিলেন ছন্দহীন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন।
মিরপুরে অনুশীলনের পর শান্তকে নিয়ে সিমন্স বলেন, ‘সে খেলুক বা না খেলুক, প্রতিদিন কঠোর পরিশ্রম করেছে। মানসিকভাবে শক্ত থাকা জরুরি। ৫০ ওভারের ম্যাচ সে খুব বেশি খেলেনি, তবে প্রস্তুতির ঘাটতি নেই।’
বরিশালের অধিনায়ক তামিম ইকবালও শান্তর ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তার ভাষায়, ‘শান্ত জাতীয় দলের অধিনায়ক, দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে দলীয় কম্বিনেশনের কারণে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। এরপরও তার দল ও খেলার প্রতি নিবেদন দুর্দান্ত ছিল।’
অন্যদিকে, বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে নিয়মিত খেলেছেন পেসার নাহিদ রানা। বেশি ম্যাচ খেলার কারণে শেষদিকে তার গতি কমে যায় বলে মনে করছেন কোচ সিমন্স। তিনি বলেন, ‘শেষ কয়েক ম্যাচে ওকে কিছুটা স্লো মনে হয়েছে। তবে এখন কিছুটা বিশ্রাম পেয়েছে, গতকাল অনুশীলনে আগের মতোই ধারালো মনে হয়েছে।’
এদিকে, বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের কাজের প্রশংসা করেছেন সিমন্স। তিনি বলেন, ‘সালাউদ্দিন দলে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত কাজ করছেন। তিনি ক্রিকেটারদের উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে সঠিকভাবে কাজ করছেন, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে কোচ সিমন্স আত্মবিশ্বাসী, ‘যেকোনো টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ভালো সম্ভাবনা রয়েছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স স মন স
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫