প্রতিবেশীর ঘরে লাগা আগুনের ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু
Published: 10th, February 2025 GMT
চট্টগ্রামে প্রতিবেশীর ঘরে লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারালেন মোহাম্মদ ইলিয়াস (৫২) ও পারভিন আক্তার (৪৫)। এ ঘটনায় মারাত্মক অসুস্থাবস্থায় তাদের ছেলে মো. শাহীন, মেয়ে সোহান আক্তার ও নিকাটাত্মীয় মো. ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস-চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পান তারা। যেখানে আগুন লেগেছে সেটি বস্তির মতো ঘনবসতি ও ঘিঞ্জি এলাকা। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ৫ জনকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুড়েছে। শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, নিহত ইলিয়াস পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি। ঘটনার সময় ইলিয়াস-পারভীন দম্পতির আরেক মেয়ে তাহসিন আক্তার বাসায় না থাকায় রক্ষা পেয়েছেন। গতকাল ভোরে আগুন লাগে মূলত হাজি জাফর সওদাগরের কলোনির মকসুদ মিয়ার মালিকানাধীন টিনশেড ঘরে। সেখানে পাঁচটি ঘর পুড়ে গেলেও সব বাসিন্দা অক্ষত আছেন। যাদের আহতাবস্থায় উদ্ধার করা হয় তারা মূলত ওই বাড়ির পাশের টিনশেড সেমিপাকা ভাড়া ঘরের বাসিন্দা। পাশের বাসায় লাগা আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।
ঘ
টনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছি। বাথরুমে না ঢুকে ঘর ছেড়ে বেরিয়ে গেলে শ্বাসরোধ হতো না। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই