Prothomalo:
2025-11-03@01:14:28 GMT

কিয়ারার নতুন অভিজ্ঞতা

Published: 12th, February 2025 GMT

কন্নড় সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক’ ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে। এই ছবিতে যশের নায়িকা হিসেবে দেখা যাবে বলিউড রূপসী কিয়ারা আদভানিকে। কিয়ারা এই প্রথম দ্বিভাষী ছবির শুটিং করছেন।

বেঙ্গালুরুতে জোর কদমে ‘টক্সিক’ ছবির শুটিং চলছে। এদিকে এই ছবির মাধ্যমে কিয়ারা কন্নড় ছায়াছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন। কিয়ারাও এখন ‘টক্সিক’ ছবির শুটিংয়ের জন্য বেঙ্গালুরুতে আছেন। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক গীতা মোহনদাস ‘টক্সিক’ ছবির পরিচালনার দায়িত্বে আছেন।

এই হাই-অকটেন অ্যাকশন গ্যাংস্টার ড্রামা ছবিতে যশকে একদম অন্য রূপে দেখা যাবে। জানা গেছে, ‘কেজিএফ’-এর মতো এই ছবিতেও যশ এক নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে আসবেন। ‘টক্সিক’ ইংরেজি এবং কন্নড় একসঙ্গে দুটি ভাষায় শুট করা হচ্ছে।

‘গেম চেঞ্চার’ ছবিতে কিয়ারা আদভানি। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী

বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।

কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।

মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।

‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ