নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
Published: 14th, February 2025 GMT
আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সচেষ্ট না হলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আওয়ামী লীগের প্রতি কোনো দয়া না দেখিয়ে তাদের সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে রাজনৈতিক দলগুলোসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ‘বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি: জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্ভাবনা’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মজিদ খানের শিক্ষানীতি বাতিলের দাবির আন্দোলনে জাফর, জয়নাল, দীপালি সাহা শহীদ হন। এরপর থেকে দিনটি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বাহাত্তরের সংবিধানকে ‘স্বৈরতন্ত্রের ভিত্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই মুজিববাদী সংবিধানকে নতুন করে না সাজাতে পারলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অংশগ্রহণমূলক গণপরিষদ গঠন করা দরকার। সেই গণপরিষদে জনমানুষের সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে মানুষের মুক্তির লড়াইয়ে আমরা অংশগ্রহণ করতে পারব।’
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গড়তে যাওয়া রাজনৈতিক দল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হেফাজত, জামায়াত, বিএনপি ইত্যাদি মতাদর্শভিত্তিক রাজনীতি সমাজকে বিভাজিত করে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্রসমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে, সেই দলটি হবে একটি মধ্যপন্থার দল। এই দলটি কোনো বাইনারি প্রক্রিয়ার মধ্যে থাকবে না। ছাত্র-জনতার যে রাজনৈতিক দলটি জনগণের সামনে আসতে যাচ্ছে, তাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন ও একটি নতুন সংবিধান।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘আশা করি, গণপরিষদের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান পাব।’
আওয়ামী লীগকে বিচারের জায়গায় নিয়ে আসা এবং সংসদ নির্বাচনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে কীভাবে যাওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক মহলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয়, তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘এ জন্য সরকার, বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বলব, যারা হামলা করে আমাদের ভাইদের শহীদ করেছে, কোনো দল বা পক্ষ-গোষ্ঠী তাদের প্রতি দয়া দেখাবেন না। সামাজিক ও পারিবারিকভাবে তাদের বর্জন করুন। বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হোন। আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুতগতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, খুনি হাসিনার বিচার ও আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান না করা যায়, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার আর কোনো পথ থাকবে না।’
সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে সরকারের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।
‘দরকার আইনি দলিল’
আলোচনায় অংশ নিয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান বলেন, ‘আমরা প্রত্যেকবার বুকের রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করি। সেই মুক্ত আবহে একটি রাজনৈতিক দল ক্ষমতায় বসে এবং স্বৈরতন্ত্র আবার শুরু হয়। আমরা স্বৈরতন্ত্রকে বিতাড়িত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ স্বৈরতন্ত্র আমাদের সংবিধানের মধ্যেই প্রোথিত আছে। যে সংবিধানটা প্রণীত হয়েছিল পাকিস্তান গণপরিষদের সদস্যদের দ্বারা। এই সংবিধান প্রণয়ন করা হয়েছিল একজন ব্যক্তিকে সামনে রেখে। এই সংবিধানকে একটি পরিবারকে প্রতিষ্ঠার জন্য কতগুলো লিখিত বিধান বলা যায়।’
এত সংশোধনীর পর বর্তমান সংবিধান কোনোভাবে ‘লিগ্যাল ডকুমেন্ট’ (আইনি দলিল) হিসেবে আর নেই বলে মন্তব্য করেন আবদুর রহমান। তিনি বলেন, নব্বইয়ে তিন জোটের রূপরেখায় একটি নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল। ওই রূপরেখা একটা সাংবিধানিক ডকুমেন্ট ছিল। গত বছরের ৫ আগস্ট একটা বিপ্লব হয়েছে। কিন্তু সেই বিপ্লবের লিগ্যাল ডকুমেন্ট তৈরি হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্ট থেকে যে মতামত নেওয়া হয়েছিল, সেখানেও বিপ্লবের কথা বলা হয়নি। এত বড় বিপ্লবের কোনো স্বীকৃতি দিয়ে যে কোনো আইনি দলিল তৈরি করা যায়নি, এটা শুধু ব্যর্থতা নয়, এতে বিপদের আশঙ্কাও আছে। আপিল বিভাগ থেকে এ-সংক্রান্ত একটা রায় হলে সেটা একটা আইনি দলিল হতে পারে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, বর্তমান সংবিধান নিয়ে এগোলে আরেকটি স্বৈরতন্ত্রকে বিদায় করতে আবারও আমাদের বুকের রক্ত ঢালতে হবে। অন্তর্বর্তী সরকারকে কঠোর হয়ে বলতে হবে যে তার নিরাপত্তার জন্যই একটা চুক্তি করতে হবে। সব দল ও অংশীজনদের নিয়ে এ বিষয়ে তিন জোটের রূপরেখার মতো নতুন একটা অ্যাগ্রিমেন্ট (চুক্তি) স্বাক্ষর করা যেতে পারে। এটা একটা লিগ্যাল ডকুমেন্ট হবে। এর ভিত্তিতে একটা গণপরিষদ নির্বাচন দিতে হবে। সেই গণপরিষদে সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক বিধিবিধান বাতিল করতে হবে। কিংবা পুরো সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নও করা যেতে পারে। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হলে তা অবৈধ হবে। তাই সব দলের সঙ্গে চুক্তি করে সরকারকে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘আপনি সব রাজনৈতিক দলকে বলুন, আমাদের নিরাপত্তার জন্য সবাই মিলে একটা চুক্তি করতে হবে। সেখানে বিপ্লবের স্বীকৃতি থাকতে হবে। একই সঙ্গে লেখা থাকবে, আমরা গণপরিষদ নির্বাচনে যাব।’
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আগামী নির্বাচন কোনোভাবেই সংসদ নির্বাচন হওয়া উচিত হবে না। আগামী ডিসেম্বরে হওয়া উচিত গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনে বিজয়ীরা একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবেন। এরপর গণভোটের মাধ্যমে সংবিধানের ‘ম্যান্ডেট’ নিয়ে তাঁরা নিজেদের আইনসভা হিসেবে ঘোষণা করবেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাজনূভা জাবীনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য টিনা নন্দী, মুশফিকুর রহমান ও হুমায়রা নূর।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স র দ দ ন প টওয় র গণত ন ত র ক স ব রতন ত র র রহম ন সরক র র আম দ র র জন য ত র জন আওয় ম
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ট্রেনটি এখন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করবে ভোর ৫টা ৫০ মিনিটে।
আর কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর ট্রেন) ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়বে সকাল ১০টায়। এখন এ ট্রেন ছাড়ে ১০টা ২০ মিনিটে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান।
রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকের সই করা এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে এখন দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন।
কক্সবাজার রেললাইনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। প্রথমে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তনগর বিরতিহীন ট্রেন দেওয়া হয়। এরপর গত বছরের জানুয়ারিতে চলাচল শুরু করে পর্যটক এক্সপ্রেস। এটাও দেওয়া হয় ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে ট্রেন না দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেন। এরপর ইঞ্জিন ও কোচের সংকটের কথা বলে গত বছরের ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চাপে সেই অবস্থান থেকে সরে আসে রেলওয়ে। গত বছরের ১২ জুন থেকে আবার চালু হয় ট্রেন। আর নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে।
সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।
আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।