গঠনমূলক সংলাপের সূচনা, জানাল রাশিয়ার প্রতিনিধি দল
Published: 18th, February 2025 GMT
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র উচ্চ-পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। ৪ ঘণ্টার এই বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধিরা ইতিবাচক মন্তব্য করেছেন।
রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক সংলাপের সূচনা হয়েছে। বাইডেন প্রশাসনের মতো নয়, যারা কখনোই রাশিয়ার অবস্থান বোঝার চেষ্টা করেনি—এই আলোচনায় সুস্পষ্টভাবে সংলাপ শুরু করার, রাশিয়ার অবস্থান বোঝার এবং পারস্পরিক সমঝোতার বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে। সুত্র- বিবিসি
তিনি আরও বলেন, আমরা বহু বিষয়ের ওপর একমত হয়েছি। আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনেছি এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভও বৈঠক সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করেছেন। তিনি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মোটেও খারাপ নয়, খারাপ নয়। রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরস্পরের আরও কাছাকাছি আসছে কি না, তা বলা কঠিন, তবে আমরা সে বিষয়েই আলোচনা করেছি। এটি ছিল আমাদের আলোচ্য সমস্ত বিষয়ের অত্যন্ত গুরুত্বসহকারে পর্যালোচনা।
তিনি আরও বলেন, আমরা একে অপরের স্বার্থকে বিবেচনায় নেওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছি, কারণ মস্কো ও ওয়াশিংটন উভয়ই এতে আগ্রহী।
উশাকভ জানান, উভয় দেশ একটি স্বতন্ত্র আলোচক দল গঠন করবে, যারা যথাসময়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।
বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্র-চীন শুল্কবিরতি আপাতত বহাল, মেয়াদ বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা ৯০ দিনের শুল্কবিরতি আরও বৃদ্ধি করার বিষয়ে সম্মত হয়েছেন। বিশ্বের এ দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ প্রশমনে সুইডেনের স্টকহোমে টানা দুই দিন ‘গঠনমূলক আলোচনা’ শেষে উভয় পক্ষ গতকাল মঙ্গলবার এ সম্মতিতে পৌঁছায়। তাদের মধ্যকার বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর বড় হুমকি তৈরি করছে।
তবে এ আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার কথা ঘোষণা করা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, আগামী ১২ আগস্ট শেষ হতে যাওয়া শুল্কবিরতির মেয়াদ বাড়ানো হবে, নাকি চীনের ওপর তিন অঙ্কের হারে আবার শুল্ক কার্যকর হবে—সে সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্প শুল্কবিরতির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানাবেন—এমন আশঙ্কার কোনো ভিত্তি আপাতত নেই।
আলোচনা শেষে সাংবাদিকদের স্কট বেসেন্ট বলেন, ‘বৈঠক খুব গঠনমূলক হয়েছে। শুধু চূড়ান্ত অনুমোদন (সম্মতির বিষয়ে) এখনো দেওয়া হয়নি।’
স্কটল্যান্ড সফরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে ফিরে তিনি জানান, বেসেন্ট তাঁকে চীনের সঙ্গে আলোচনার সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন।
কয়েক মাস ধরে বাণিজ্য অংশীদারদের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে আসার পর ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন। কিন্তু চীনের শক্তিশালী অর্থনীতি ও বিশ্বে বিরল খনিজের প্রবাহ নিয়ন্ত্রণের কারণে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা বিশেষভাবে জটিল হয়ে উঠেছে।
গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন—দুই পক্ষ একে অপরের ওপর তিন অঙ্কের শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসে (অর্থাৎ শুল্কবিরতি হয়)। এ শুল্ক কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো। কিন্তু তাদের মধ্যে কোনো চুক্তি না হলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ও অর্থবাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।
আরও পড়ুনচীন–যুক্তরাষ্ট্র, আবারও তিন মাসের বাণিজ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা১৫ ঘণ্টা আগেআজ বুধবার ওয়াশিংটনে ফিরে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানান বেসেন্ট। তিনি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট নিজেই সময়সীমা বৃদ্ধি করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, আরও ৯০ দিনের জন্য সময়সীমা বাড়ানো (সংকট এড়ানোর) একটি বিকল্প হতে পারে।
স্টকহোমে সুইডিশ প্রধানমন্ত্রীর দপ্তরে আলোচনার পর গ্রিয়ার বলেন, ‘আমাদের অবশ্যই গঠনমূলক আলোচনা হয়েছে এবং ইতিবাচক প্রতিবেদন নিয়ে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছি। তবে শুল্কবিরতির সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নেবেন।’
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের ওপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর, কতটা প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে১০ এপ্রিল ২০২৫আরও পড়ুনচীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ১০ এপ্রিল ২০২৫