পূর্ণ দৈর্ঘ্যের ওয়ানডে ম্যাচে সবচেয়ে কম রান করেও জয়ের বিশ্বরেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওমানের আল আমারাতে মাত্র ১২২ রান করেও ৫৭ রানের জয় পেয়েছে অভিবাসীদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।

যুক্তরাষ্ট্র ভেঙেছে ৪০ বছর আগে পাকিস্তানের বিপক্ষে ভারতের গড়া রেকর্ড। সেবার শারজাহতে ১২৫ রান করেছিল ভারত। পাকিস্তান অলআউট হয়েছিল ৮৭ রানে। কোন কারণে ওভার কমানো হয়নি এমন ওয়ানডে ম্যাচে যা ছিল রেকর্ড।

ওমানে আইসিসি মেন্স ক্রিকেট ওয়াল্ড কাপ লিগ-২ এর ম্যাচে যুক্তরাষ্ট্র ৩৫.

৩ ওভারে ১২২ রান করে। দলটির পক্ষে ছয়ে নেমে মিলিন্ড কুমার সর্বোচ্চ ৪৭ রান করেন। অ্যারন জোন্স ও সঞ্জয় কৃষ্ণামূর্তি ১৬ করে রান যোগ করেন।

জবাবে ওমান ২৫.৩ ওভারে অলআউট হয়। তিনে নেমে দলটির হাম্মাদ মির্জা ২৯ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে ঢুকতে পারেননি।

ম্যাচে আরও দুটি রেকর্ড হয়েছে। দুই ইনিংসে দুই দল ৯ বোলার ব্যবহার করেছেন। নয়জনই ছিলেন স্পিনার। ওয়ানডে ইতিহাসে ৪৬৭১ ম্যাচ পর যে ঘটনা এবারই প্রথম ঘটলো।

এছাড়া ম্যাচে দুই দলের ২০ উইকেটের ১৯ উইকেটই নিয়েছেন স্পিনাররা। এক ব্যাটার রান আউট হয়েছেন। এর আগে ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের ১৯ উইকেট নেওয়ার রেকর্ড হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশের ১০ উইকেটই নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা।  

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের

চট্ট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই সফরকারীদের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। ৬০ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার টাইগার এই স্পিনার।

জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে ইতিবাচক শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করেন তারা। বিজয় ৩৮ এবং সাদমান ৬৬ রানে ব্যাট করছেন। ২৬ ওভারে বাংলাদেশ করে বিনা উইকেটে ১০৫ রান। এরপরই মধ্যাহ্নভোজে যায় দুই দল। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তুলতে পারল বাংলাদেশ। শুধু তাই নয় ৩২ ইনিংস পর বাংলাদেশ পেয়েছে ওপেনিং জুটিতে শতরানের জুটি। 

সাদমানের ফিফটি

সিলেট টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদমান। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ২৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। সাদমান ৫০ রানে এবং বিজয় ৩৬ রানে ব্যাট করছেন।

সাদমান-বিজয়ের জুটির ফিফটি

সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ইতিবাচক সূচনা পেয়েছে বাংলাদেশ।  ১৩.৪ ওভারে  বিনা উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা।  ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো শুরুর জুটি পেল তারা।  ভারতের বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে শেষবার ৬২ রানের জুটি গড়েছিলেন সাদমান ও জাকির হাসান।

প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন। 

দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরায় তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে প্রথম দিন বাংলাদেশের
 

সম্পর্কিত নিবন্ধ

  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের
  • সাদমানের ফিফটি
  • সাদমান-বিজয়ের জুটির ফিফটি
  • প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে