সরকারি কাজ পেতে শ্রমিক কল্যাণে লভ্যাংশের টাকা দিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
Published: 19th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্মাণ কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশের অর্থ হতে কল্যাণ তহবিলে জমা দিতে হবে। তা না করলে কোনো সরকারি টেন্ডারে তারা অংশ নিতে পারবেন না।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে কোম্পানির লভ্যাংশের দশমিক পাঁচ শতাংশ হিসেবে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হস্তান্তর করা হয়।
সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি.
এ সময়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটি শ্রমিকদের ন্যায্য পাওনা। অন্য সব কোম্পানিও লভ্যাংশের অর্থ শ্রমিকদের কল্যাণে তহবিলে জমা দিতে উদ্বুদ্ধ হবে বলে আশা করছি।
বিএইচ
উৎস: SunBD 24
কীওয়ার্ড: উপদ ষ ট কল য ণ তহব ল
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (সমন্বয়ক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আনসার উদ্দিন খান পাঠান ২০২২ সালের ২১ সেপ্টেম্বর অবসরে যান। সে সময় তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ছিলেন।