নাফ নদী থেকে আবারও ১৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
Published: 20th, February 2025 GMT
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকার করে ফেরার পথে আবারও চারটি মাছ ধরার নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলে অপহৃত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত। তাঁরা অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ও বেলা ৩টায় পৃথক দুই সময়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১০টার দিকে প্রথমে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর থেকে দুটি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করা হয়। বেলা তিনটার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরও দুটি নৌকাসহ ৯ জেলে অপহরণের শিকার হন।
শাহপরীর দ্বীপ এলাকা থেকে অপহরণ হওয়া ১০ জেলের নাম জানা গেছে। তাঁরা হলেন মো.
সকালে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর। তিনি প্রথম আলোকে বলেন, মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা দুটি মাছ ধরার নৌকাসহ অস্ত্রের মুখে জিম্মি করে ১০ জনকে নিয়ে গেছে। নৌকা দুটির মালিক মো. কালাইয়া ও জাফর আলম।
আর টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বেলা তিনটার দিকে হওয়া অপহরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ফেরার পথে কায়ুকখালিয়া ঘাটের মো. সালমান ও আলী জোহারের মালিকানাধীন মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে। আরাকান আর্মির সদস্যরা এতে জড়িত।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিজিবির সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন। আরকান আর্মির সঙ্গে কথা বলে জেলেদের ফেরত আনার কাজ চলছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, যেসব এলাকায় ঘটনাগুলো ঘটছে সেখানে কোস্টগার্ডের দায়িত্ব রয়েছে। মূল ঘটনা কী ছিল, তা বিজিবি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, মিয়ানমারের সরকারি জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ দখলে নেন স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এর পর থেকে নাফ নদীতে তাঁদের জলসীমায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করেন আরাকান আর্মির সদস্যরা। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচর মোহনার কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাঁদের জিম্মি করা হয়। তাঁদের এখনো ফেরত আনা যায়নি। ওই চার জেলে হলেন শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দু রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হপর র দ ব প অপহরণ র ন ক সহ
এছাড়াও পড়ুন:
পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।
উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।
পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।