ফিটনেস পরীক্ষার পর রিয়াদের খেলা না খেলার সিদ্ধান্ত
Published: 23rd, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ ওয়ানডে ফরম্যাটে দলের সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি। দারুণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কাটিয়েছেন।
পরে তার একাদশে না থাকার কারণ ইনজুরি বলে জানা যায়। সোমবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ওই ম্যাচেও অভিজ্ঞ ব্যাটারের খেলার নিশ্চয়তা দেননি কোচ ফিল সিমন্স। জানিয়েছেন, ফিটনেস পরীক্ষার পর রিয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমরা আজ (রিয়াদ খেলবে কিনা) জানতে পারবো। আজ তার ফিটনেস টেস্ট আছে। দলের অনুশীলন আছে। তারপর জানতে পারবো, সে একাদশে থাকার জন্য ফিট কিনা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন আসতে পারে। রিয়াদ ফিরতে পারেন। তাকে জায়গা করে দিতে এক ব্যাটারকে বাদ দিতে হবে। আবার পেস বোলিং আক্রমণে নাহিদ রানা ফিরতে পারেন একাদশে।
বাংলাদেশ দলের হেড কোচ সিমন্স জানিয়েছেন, রিয়াদের ফেরা না ফেরার ওপর নির্ভর করবে দলের ভারসাম্য কেমন হবে, ‘আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয়ই চিন্তা করছি। আাগে দেখব, রিয়াদ ফিট কিনা। উইকেট দেখব। এরপর দলে ভারসাম্য আনার চেষ্টা করবো। আজকের অনুশীলন শেষে এ সম্পর্কে ধারণা পাবো। সন্ধ্যায় আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’
পাকিস্তানের বিপক্ষে ভারত জিতলে এবং নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারলে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে বাংলাদেশ ও পাকিস্তানের। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। শান্তদের জন্য যা চাপেরও ম্যাচ। তবে কোচ সিমন্সের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে সব ম্যাচ চাপের। কারণ সেরা ৮টি দল এখানে খেলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স স মন স
এছাড়াও পড়ুন:
‘নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না বলে আমরা আশা করি।”
তিনি আরো বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এ জন্য পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
নিরাপত্তা ইস্যু—কার্গো অগ্নিকাণ্ড, অস্ত্র চুরির ঘটনা থেকে শুরু করে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী পক্ষ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও উপদেষ্টা জানান, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অতীতের নির্বাচনে দায়িত্বে থাকা কিছু বিতর্কিত ওসিদের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে স্বীকার করলেও জানান, সীমাবদ্ধতার কারণে সবাইকে একযোগে বদলি করা সম্ভব হচ্ছে না।
“যারা পরপর তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদের বাদ দেওয়ার চেষ্টা চলছে,” বলেন তিনি।
আলোচনায় উস্কানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও প্রশ্ন ওঠে।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং কেউ আইনের বাইরে গেলে তাকে ছাড় দেওয়া হবে না।
ঢাকা/এএএম/ইভা