অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান প্রদানের পরিবর্তে বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) মহাপরিচালক জ্যাকব গ্রানিট গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এ সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসায় বিনিয়োগের জন্য স্বাস্থ্যসেবাকে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গুরুত্ব দেন। তিনি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করে বাংলাদেশের জ্বালানিসংকট নিরসনে সুইডেনের সহায়তা কামনা করেন।

মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নেপালের বিশাল সম্পদ রয়েছে। বাংলাদেশ তা আনতে ইচ্ছুক। এ জন্য সিডা উভয়ের সঙ্গে সহযোগিতা করতে পারে।

বিশ্বব্যাপী উন্নয়নের জন্য সুইডিশ সরকারের নীতি বাস্তবায়ন করে সিডা। সংস্থাটির মহাপরিচালক জ্যাকব গ্রানিট বলেন, তাঁরা কীভাবে বাংলাদেশ সরকারকে সমর্থন করতে পারেন, তার উপায় খুঁজছেন। সুইডিশ এই কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিগত শাসনামলে বাংলাদেশে সবকিছু ভেঙে পড়েছে। অন্তর্বর্তী সরকার এই ভেঙে পড়া অবস্থা থেকে বাংলাদেশকে পুনর্গঠনে কাজ করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ