মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা নিজের জীবন ও কর্মক্ষেত্রের নানা বিষয় অকপটে স্বীকার করার জন্য বেশ আলোচিত। সম্প্রতি ইউটিউবে ডারকেশ প্যাটেল চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনে করা একটি বড় ভুলের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন সত্য নাদেলা। শুধু ভুল স্বীকারই নয়, এই ভুলের কারণে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বেশ বড় সাফল্য পেয়েছে বলেও জানান তিনি।

২০১৪ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সত্য নাদেলা দায়িত্ব গ্রহণ করেন। সে সময় সত্য নাদেলার ধারণা ছিল, ওয়েব–দুনিয়ার বিকেন্দ্রীকরণ হবে, ফলে ওয়েবসাইটনির্ভর সার্চ নিয়ে আর তেমন ব্যবসা হবে না; অর্থাৎ তিনি বুঝতে পারেননি ভবিষ্যতে সার্চই হবে অন্যতম মূল্যবান ব্যবসায়িক মডেল। আর তাই তিনি ওয়েব সার্চের বদলে অন্যান্য প্রযুক্তি উন্নয়নে মনোনিবেশ করেন।

নিজের এই সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে সত্য নাদেলা বলেন, ‘আমরা ওয়েব–দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক মডেলের কথা ভুলে গিয়েছিলাম। আমরা সবাই ধরে নিয়েছিলাম ওয়েব–দুনিয়া নানাভাবে বিভক্ত হয়ে যাবে। কে ভেবেছিল, সার্চ–সেবাই ওয়েব–দুনিয়াতে শেষ পর্যন্ত বড় বিজয়ী হবে? তবে আমরা যা খেয়াল করিনি, গুগল তা করেছিল। আর তা খুব ভালোভাবে কার্যকর করেছে প্রতিষ্ঠানটি।’

আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চলা প্রতিযোগিতার ভবিষ্যৎ কী, জানালেন সত্য নাদেলা২৪ ডিসেম্বর ২০২৪

মাইক্রোসফট কীভাবে সার্চ–সেবা নিয়ে ভুল করেছে, তা তুলে ধরে সত্য নাদেলা জানান, কোনো প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে জানা শুধু যথেষ্ট নয়, নতুন কোনো ব্যবসায়িক মডেলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বেশি চ্যালেঞ্জিং। ব্যবসায়িক মডেলের পরিবর্তনের সঙ্গে তাল মেলানো প্রযুক্তিগত পরিবর্তনের চেয়ে কঠিন।

সত্য নাদেলা তাঁর কর্মজীবনে বেশ কয়েকটি বড় প্রযুক্তিগত পরিবর্তন দেখেছেন বলে জানিয়েছেন। পুরোনো আমলের মেইনফ্রেম কম্পিউটার থেকে বর্তমানের ব্যক্তিগত কম্পিউটার যুগে প্রবেশের পাশাপাশি ক্লায়েন্ট-সার্ভার আর্কিটেকচারের উত্থান দেখেছেন তিনি। এ বিষয়ে সত্য নাদেলা বলেন, পেছনে ফিরে দেখলে বলতে পারি, আমি চারটি বড় পরিবর্তনের অংশ হয়েছি। একটি হচ্ছে ক্লায়েন্ট ও ক্লায়েন্ট সার্ভার। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও এক্স৮৬ আর্কিটেকচারের জন্ম, যা মূলত আমাদের সার্ভার তৈরি করতে দেয়।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মাইক্রোসফট এ বছর ৫০ বছর পূর্তি পালন করছে। এ বিষয়ে সত্য বলেন, এটা বেশ আকর্ষণীয়। আমরা ৫০তম বছর পার করছি। আমি এই যাত্রা নিয়ে চিন্তা করছি। আমি মনে করি, দীর্ঘদিন টিকে থাকা কোনো একটি লক্ষ্য নয়; প্রাসঙ্গিকতা ধরে রাখাই গুরুত্বপূর্ণ। আমাকে ও আমাদের দুই হাজার কর্মীকে প্রতিদিন এমন কিছু করতে হবে, যা বিশ্বের জন্য দরকারি ও প্রাসঙ্গিক। আমরা বিভিন্ন কিছু বিকশিত হতে দেখছি, শুধু আজ নয়, আগামীকালের জন্য।
সূত্র: নিউজ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য ক ত গত

এছাড়াও পড়ুন:

রংপুর-৩: জাতীয় পার্টির আসন দখলে নিতে প্রচারণা শুরু বিএনপির

কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কব্জায় থাকা এ আসনটি দখলে নিতে অঙ্গীকার করেছেন তিনি।

রংপুর-৩ আসনটি মূলত নগরীর কোতোয়ালি, সদর ও সিটি করপোরেশনের কিছু অংশ নিয়ে গঠিত। প্রায় চার লাখের বেশি ভোটারের এ আসনে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি শক্ত অবস্থান ধরে রেখেছে। এই আসনে সর্বশেষ নির্বাচনে জয় পেয়েছিলেন জি এম কাদের।

আরো পড়ুন:

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

কিশোরগঞ্জ-৪, নতুন করে আলোচনায় ফজলুর রহমান

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদে কর্মী-সমর্থকদের নিয়ে নামাজ পড়েন সামু। এরপর কেরাম মতিয়া এলাকা,  কোর্ট চত্বর ও নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

সামু বলেন, “জনগণ এবার পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে নামছি। বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হবে।”

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় মনোনীত প্রার্থী হিসেবে সামসুজ্জামান সামুর নাম ঘোষণার পর থেকেই বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা জানান, স্থানীয় নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে জাতীয় পার্টির এই ঘাঁটিতে বিএনপি প্রার্থী বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হতে পারবে।

রংপুর-৩ আসনটিতে সামসুজ্জামান সামুর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) প্রার্থী ও দলটির রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল। আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগর কমিটির যুগ্ম সমন্বয়ক আলমগীর হোসেন নয়ন।

নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে এই আসনে প্রার্থী হতে পারেন জাতীয় পার্টির জি এম কাদের।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ