স্টারবাকসের ১১০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সিইওর
Published: 26th, February 2025 GMT
আমেরিকান বহুজাতিক কফিহাউস স্টারবাকস করপোরেশন ১ হাজার ১০০ করপোরেট কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি কয়েক শ নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করার পরিকল্পনারও কথা জানিয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। এই পরিকল্পনা কার্যকর হলে এটি হবে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।
স্টারবাকসের প্রধান নির্বাহী (সিইও) ব্রায়ান নিকল কর্মীদের কাছে এক চিঠিতে লিখেছেন, ‘আমাদের উদ্দেশ্য হলো আরও দক্ষতার সঙ্গে কাজ করা, জবাবদিহি বৃদ্ধি করা, জটিলতা কমানো এবং আরও ভালো সমন্বয়।’
প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী প্রায় ১৬ হাজার করপোরেট কর্মী আছে। এর মধ্যে ১০ হাজার কর্মী আছেন যুক্তরাষ্ট্রে। ওয়্যারহাউস, রোস্টিং ও স্টোরের কর্মীরা এই ছাঁটাইয়ের অন্তর্ভুক্ত নন। চলতি বছরের জানুয়ারিতে সিইও-এর করপোরেট পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে নিকোল প্রথম কর্মী ছাঁটাইয়ের কথা উল্লেখ করেছিলেন।
গত জানুয়ারিতে কর্মীদের কাছে লেখা একটি চিঠিতে নিকোল লিখেছিলেন, মার্চের মাঝামাঝি সময়ে ছাঁটাই ঘোষণা করা হবে। সিইও লিখেছিলেন, ‘আমাদের আকার এবং কাঠামো ধীর করে দিতে পারে। অনেক স্তর, ছোট দলের পরিচালক এবং প্রাথমিকভাবে কাজের সমন্বয়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করতে হবে।’
নিকোল আরও বলেন, স্টোর পরিষেবার সময় আরও বাড়াতে তিনি পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছেন। স্টারবাকসের মেনু থেকে আইটেম কমানো হচ্ছে এবং নতুন অর্ডারিং অ্যালগরিদম নিয়ে পরীক্ষা চলছে।
স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেডের প্রতিনিধিত্বকারী কর্মীরা ১০ হাজার ৫০০-এর বেশি কর্মী নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৫০০টির বেশি স্টোরে সফলভাবে ইউনিয়ন করার প নিকোল স্টোরগুলোকে একত্র করার জন্য কোম্পানির পদ্ধতির পরিবর্তনের তদারকি করেছেন।
২০২১ সালের শেষের দিকে প্রথম স্টোরটি তার ইউনিয়ন নির্বাচনে জয় পাওয়ার পর থেকে ইউনিয়নটি কোম্পানিতে প্রথম ইউনিয়ন চুক্তির জন্য লড়াই করছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ফিরোজ