‘চোখ বুজলে পাঁচ জনের লাশ চোখে ভাসে’
Published: 28th, February 2025 GMT
গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জন মারা যান। এর মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৫ জন রয়েছেন।
তারা হলেন- ইতালি প্রবাসী সৈয়দ মোবারক কাউসার, তার স্ত্রী স্বপ্না আক্তার, ছেলে সৈয়দ আব্দুল্লাহ, মেয়ে সৈয়দা ফাতেমা তুজ জোহরা ও সৈয়দা আমেনা আক্তার নুর। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছে নিহতের স্বজনেরা।
মোবারক কাউসারের ভাই আমীর হামজা হতাশা প্রকাশ করে বলেন, ‘‘এক বছর হয়ে গেল বিচার পেলাম না। কোনো আউটপুট নেই। আসামিদের গ্রেপ্তার করা হলো, তারা আবার জামিনও পেয়েছেন।’’
গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ড ‘ন্যাচারাল ডিজাস্টার’ ছিল না অভিযোগ করে তিনি বলেন, ‘‘ওটা ছিল মানবসৃষ্ট। ৪৬টা প্রাণ ঝরে গেল। কিন্তু, এখনো তদন্তই শেষ হলো না। কবে হবে, সেটাও কেউ বলতে পারছে না।’’
আমীর হামজা বলেন, ‘‘আমার ভাই ইতালি থাকতেন। ওই ঘটনার মাসখানেক আগে দেশে এসেছিলেন। মার্চে আবার চলে যাওয়ার কথা ছিল। তার ফ্যামিলি নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু, যাওয়া আর হলো না। সবাই চলে গেছে না ফেরার দেশে।’’
সেই দিনের ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘‘২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভাই ফোন দিয়ে বলে, কাল সকাল চলে আসিস। একসঙ্গে লাঞ্চ করব। এর কিছুক্ষণ পরেই আগুন লাগার খবর পাই। প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি। রাত ১২টার দিকে ভাবীর বোনের মেয়ে (মোবারক কাউসারের বাসায় থাকত) ফোন দিয়ে বলে, মামা তারা সবাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, এখনো কেউ বাসায় ফেরেনি। তাদের মোবাইল নম্বরও বন্ধ। সঙ্গে সঙ্গে বেইলি রোডে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে। সেখানে গিয়ে ভাই, ভাবী, ভাতিজা ও এক ভাতিজির লাশ পাই। শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে পাই আরেক ভাতিজির লাশ। এখনো চোখ বুজলে পাঁচ জনের লাশ চোখে ভাসে।’’
আমির হামজা বলেন, ‘‘চার ভাই-বোনের মধ্যে শুধু আমি দেশে থাকি। বড় ভাই, মেঝ ভাই (মোবারক কাউসার) আর বোন দেশের বাইরে থাকেন। এর মধ্যে, মেঝ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল বাপ-ছেলের মতো। তিনি সবার কেয়ার করতেন, সাপোর্ট করতেন। তার কর্মকাণ্ডের কারণে তাকে ভুলতে পারি না।’’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘‘আমাদের সঙ্গে এরকম হবে এটা কল্পনাতেও ভাবিনি। আমাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আর যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার। না হলে পরবর্তীতে এ ধরনের ঘটনা আরো ঘটবে। নতুন সরকার আসছে। তাদের প্রতি অনুরোধ, সুষ্ঠু বিচারটা করবেন।’’
এদিকে, সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মোবারক হোসেনের মা। আমীর হামজা বলেন, ‘‘ওই ঘটনার পর থেকে মা অনেক সময় অ্যাবসেন্স থাকেন। অ্যাবনরমাল হয়ে গেছেন অনেকটা।’’
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জন মারা যান। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ শিশু। এ ঘটনায় রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। থানা পুলিশের পর মামলার তদন্ত করছে সিআইডি।
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অফিসে আপনি কি ১১ ঘণ্টার বেশি কাজ করেন
প্ল্যান ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিয়ে চলছে আলোচনা। সেখানে দুই হাজার ফুলটাইম কর্মজীবীর ওপর একটা জরিপ পরিচালনা করা হয়। পেশাগত কাজ বা চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে পরিচালিত গবেষণাটি থেকে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা কর্মক্ষেত্রে ১১ ঘণ্টা বা তার বেশি কাজ করেন, তাঁদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে অস্বাস্থ্যকর, তাঁরা অন্যদের তুলনায় মানসিক চাপে ভোগেন বেশি। ঠিকমতো পানি খাওয়ার প্রবণতা কম। পরিবার, প্রকৃতি ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর প্রবণতাও কম। কম ঘুমান। আর যেকোনো মানসিক আঘাত থেকে সেরে ওঠার পর্যাপ্ত সময় বা সুযোগ পান না। এই মানুষেরাই বেশি হতাশায় ভোগেন।
শুধু তা-ই নয়, দ্রুত বুড়িয়ে যাওয়া এবং হৃদ্রোগ ও স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। যাঁরা ১১ ঘণ্টা বা তার বেশি সময় অফিস করেন, তাঁদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক।
আরও পড়ুন২৫ বছর ধরে অফিসে যাননি তিনি১৩ মার্চ ২০২৫যদি ১১ ঘণ্টা কর্মক্ষেত্রে থাকতেই হয়, তাহলে যেসব বিষয় খেয়াল রাখবেনরাতে ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। তাতে শরীর ও মস্তিষ্ক দিনের শারীরিক ও মানসিক পরিশ্রমের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবে।
কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। সবুজের দিকে তাকান। ডেস্কে গাছ রাখতে পারেন। উঠে একটু হাঁটুন। ব্যায়াম করুন। সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে গল্প করুন। গবেষণা জানাচ্ছে, ছোট ছোট বিরতি কাজে মনোযোগ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং কাজের গুণমান বাড়ায়।
দুপুরে খাওয়ার পর একটা ন্যাপ নিতে পারেন।
২ লিটারের একটা বোতলে পানি রাখবেন। প্রতিদিন ১ বোতল পানি অবশ্যই শেষ করবেন। তা ছাড়া পানি, শরবত, জুস, ডাবের পানি, তরমুজ, শসা, আনারস ইত্যাদি খাবেন। হাইড্রেটেড থাকলে এনার্জি ধরে রেখে কাজ করা সহজ হয়।
প্রক্রিয়াজাত খাবার, কার্বোনেটেড ড্রিংক, চিনিযুক্ত খাবার বাদ দিন। এসব কেবল আপনার ক্লান্তি বাড়াবে।
আর সম্ভব হলে কর্মক্ষেত্রে কথা বলে আপনার কর্মঘণ্টা ৮ ঘণ্টায় নিয়ে আসতে পারলে তো কথাই নেই।
সূত্র: এনবিসি নিউজ
আরও পড়ুনঅফিসের বাড়তি কাজকে যেভাবে ‘না’ বলবেন১৩ মার্চ ২০২৫