মা হচ্ছেন কিয়ারা আদভানি। বিয়ের ঠিক দু’বছর পর এই সুখবর এলো কিয়ারা ও তাঁর স্বামী অভিনেতা ও সিদ্ধার্থ মলহোত্রার কাছ থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজার ছবি পোস্ট করে ঘরে নতুন অতিথি আগমনের ইঙ্গিত দিয়েছেন। 

একই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ এই খবরের পাশাপাশি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার পোস্টটি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন এই তারকা দম্পতি। বলিউডে একাধিক তারকাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কাপুরসহ আরও অনেকে ভালবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে। সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, বিয়ের পরপরই ২০২৩ সালেও গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন কিয়ারা। জয়পুরে ছবির প্রচারে অভিনেত্রীর পরনে ছিল ব্রালেট, তার উপরে রাজস্থানি হাতের কাজের বেøজার ও প্যান্ট। তার মধ্যে থেকেই নাকি উঁকি দিচ্ছিল অভিনেত্রীর স্ফীতোদর, এমনটাই দাবি ছিল নেটিজেনদের। তবে সেটি যে নিছক গুঞ্জন মাত্র, তা সময়ই প্রমাণ করেছে। তবে এবারের বিষয়টি আর গুঞ্জন বলে মনে করছেন না কেউ। 

এদিকে কিয়ারা আদভানি ব্যস্ত সময় পার করছেন ‘ডন’ ফ্র্যাঞ্চইজির তৃতীয় কিস্তি ‘ডন-থ্রি’ সিনেমার শুটিং নিয়ে। অন্যদিকে সিদ্ধার্থ অভিনয় করছেন ‘পরম সুন্দরী’ নামের নতুন সিনেমায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য় র আদভ ন

এছাড়াও পড়ুন:

দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী

বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।

কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।

মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।

‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ