চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরের ষোল শহর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ মামলার আসামি মো. শিবলুর (২৮) অস্ত্র হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শিবলু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাতের দিকে কয়েকটি ছবিও ২২ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কখনকার, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, শিবলুকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিওতে দেখা যায়, মো.

শিবলু এক হাতে মুঠোফোনে ভিডিও করছেন এবং অপর হাতে অস্ত্র ধরে আছেন। ভিডিওটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় নগরের পাঁচলাইশ মডেল থানার ষোল শহর চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিমকে (৪০) প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের নেতা জিয়াউল হক জোনাইদ (৩৩) একটি মামলা করেন পাঁচলাইশ থানায়। ওই মামলায় ৬৯ নম্বর এজাহারভুক্ত আসামি শিবলু।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ভিডিও ও ছবি পাওয়ার পর শিবলুকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ