কেরানীগঞ্জে বিএনপির নেতার বাধায় টিসিবি পণ্য বিক্রি বন্ধ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
Published: 2nd, March 2025 GMT
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য পণ্য বিক্রিতে একাধিকবার বাধা দিয়েছেন বিএনপির একজন নেতা ও তাঁর অনুসারীরা। এতে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ আছে। বিপাকে পড়েছেন সেখানকার নিম্ন আয়ের মানুষেরা।
টিসিবি পণ্যের কয়েকজন ভোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.
আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল শনিবার দুপুরে একই স্থানে বিএনপি নেতা আনিস ও তাঁর অনুসারীরা টিসিবির পণ্য বিক্রিতে বাধা দেন। এতে ডিলার বাধ্য হয়ে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখেন।
টিসিবির পণ্যের ডিলার চন্দ্রপুরী স্টোরের পরিচালক সালাউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘গতকাল শনিবার আমরা টিসিবির পণ্য বিক্রি করছিলাম। এ সময় কিছু লোক নিজেদের বিএনপির স্থানীয় নেতা-কর্মী পরিচয় দিয়ে আমাদের কাজে বাধা দেন। এ সময় সেখানে দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রতিনিধি রোকেয়া ম্যাডাম এ ঘটনার প্রতিবাদ জানান। তখন ওই ব্যক্তিরা তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। তাঁর ওপর চড়াও হন। অবস্থা বেগতিক দেখে আমরা রোকেয়া ম্যাডামকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা বলেছেন, ব্যবস্থা নেবেন। কিন্তু আজ রোববারও পণ্য বিক্রি শুরু করতে গেলে ওই নেতা-কর্মীরা আবার বাধা দেন। বাধ্য হয়ে আমরা বিক্রি বন্ধ রেখেছি।’
কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান বলেন, ‘টিসিবির অধীনে নিম্ন আয়ের মানুষদের জন্য শুভাঢ্যা পারগেন্ডারিয়া এলাকায় দুজন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম চলছিল। প্রতিজনের জন্য বরাদ্দ ছিল ৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি চিনি। গত শনিবার ডিলার পণ্য বিক্রি করার সময় একটি দলের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে পণ্য বিক্রিতে বাধা দেন। এ সময় সেখানে দায়িত্বে থাকা আমাদের কার্যালয়ের কার্যসহকারী রোকেয়া মাহমুদ প্রতিবাদ জানালে তাঁরা চড়াও হয়ে তাঁকে হুমকি-ধমকি দেন ও ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়। বিষয়টি তিনি আমাকে জানালে আমি তাঁকে সেখান থেকে চলে আসতে বলি। এ অবস্থায় ওই লোকদের হুমকির মুখে রোকেয়া পণ্য বিক্রি বন্ধ রেখে সেখান থেকে চলে আসেন।’ তিনি আরও বলেন, আজ রোববার পুনরায় পণ্য বিক্রি করতে গেলেও ওই ব্যক্তিরা ডিলারদের বাধা দেন। বাধার মুখে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ আছে।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা মো. আনিসের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় প্রথম আলোকে বলেন, টিসিবির পণ্য বিক্রি করবে সরকার কর্তৃক নির্ধারিত ডিলার। অন্য কারও টিসিবির পণ্য বিক্রি করার সুযোগ নেই। কোনো ব্যক্তি এটি করতে পারেন না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ওই এলাকায় সরেজমিনে গিয়ে কথা হয় টিসিবির পণ্য কিনতে আসা গৃহকর্মী ছালেহা বেগমের (৫০) সঙ্গে। তিনি বলেন, ‘আমার স্বামীডা অসুস্থ। কামকাইজ করতে পারে না। আমি মাইনষের বাড়িতে কাম কইরা কুনু রকম সংসারডা চালাইতাছি। আমার অবস্থা দেইখ্যা মেম্বার আমারে টিসিবির কার্ড দিছিল। ওই কার্ড দিয়া কম টেহায় জিনিসপাতি কিনতে পারতাম। আজ টিসিবির মাল দিতাসে হুইনা এইহানে আইছি। আইয়া দেহি মাল বিক্রি বন্ধ আছে। হুনছি নেতারা গন্ডগুল করায় মাল বিক্রি বন্ধ রাখছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘এই সরকারের আমলেও আমগো মতো গরিবের মাল লইয়াও টানাটানি করে মানুষ। আমরা কই যামু?’
দিনমজুর রহিম মিয়া (৪৫) বলেন, ‘রোজার মাসে টিসিবির জিনিস কিনতে পারলে পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারতাম। দোকানে তেলের দাম বেশি, কিনতে পারি না। তাই এখানে এলাম। এসে শুনি বিএনপির নেতারা পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছেন। তাহলে আমাদের মতো গরিব মানুষ কোথায় যাবে? পণ্য কিনতে না পেরে খালি হাতে বাসায় ফিরে যেতে হচ্ছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ম ন আয় র ম ন ষ ব এনপ র স বন ধ র খ র জন য উপজ ল
এছাড়াও পড়ুন:
শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন টাইগার শার্ক মহড়া। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে চিকিৎসা প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার, ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাটসহ বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্রেসি জ্যাকবসন বলেন, ‘এই যৌথ সামরিক মহড়া নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বেরও প্রতীক।’
কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি টাইগার শার্কে অন্তর্ভুক্ত ছিল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের বিনিময়, যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ। এসব কার্যক্রম ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কৌশল গঠনে সহায়তা করা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ও বৃহত্তম যুদ্ধ কমান্ড, যা ভারত-প্রশান্ত মহাসাগরের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অংশীদারদের সঙ্গে কাজ করে।