দিনাজপুর বালুবাড়ী পাওয়ার হাউজের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো টু এর গুদাম ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) বিকাল ৫টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ী পাওয়ার হাউজ নর্দান আঞ্চলিক কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের নীলিমায় শিখা চারদিকে ছড়িয়ে পড়লে গুদাম ঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পাওয়ার হাউজের গুদাম ঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংকি, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফর্মিটারের তেল ফুটতে থাকে। এতে আগুনের তীব্রতা আরো বাড়ে। মানুষ চারদিকে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ার কারণে আরও তিনটি ইউনিট মোট ৬টি ইউনিট পাওয়ার হাউজের আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে পাওয়ার হাউজের গুদাম ঘরেই এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গিয়েছে। তবে আগুনে পাওয়ার হাউজের মূল কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ দ ম ঘর ইউন ট

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ