চবিতে রমজানবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
Published: 6th, March 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তেপান্তর সাহিত্য সভার (তেসাস) আয়োজনে ‘রমজানের বিশেষ আলোচনা ও ইফতার’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘উপমহাদেশে রমাদান ও ইফতার সংস্কৃতির বৈচিত্র্য’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
তেসাসের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.
আরো পড়ুন:
দুর্ঘটনায় চবি ছাত্রীর মৃত্যু: বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
চবি প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে ৩৮ ‘ভুল’
তেসাসের প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রিয়াদ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। বিশেষ আলোচক হিসেবে ছিলেন, আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান মেহেদী।
প্রধান আলোচক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, “ইফতারের সময় যে আনন্দঘন মুহূর্ত, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। এ মাসে পবিত্র কোরআন নাযিল হওয়ার কারণেই রমজান এত গুরুত্বপূর্ণ। এ মাসে কদরের রাত সর্বশ্রেষ্ঠ। কোরআনকে আমাদের অধ্যয়ন করতে হবে। কোরআন মৃত মানুষের জন্য নয়, বরং এটি জীবন্ত মানুষের দিকনির্দেশনার জন্য অবতীর্ণ হয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্র কোরআনের আলোকের সাজালে রমজানের উদ্দেশ্য স্বার্থক হবে।”
প্রধান অতিথি ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “রোযার মূল উদ্দেশ্য তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো নৈতিক সমস্যা। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। একজন তাকওয়াবান মানুষ কখনো অন্যের ক্ষতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না।”
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ রমজ ন
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন