হঠাৎ বিস্ফোরণ। কেঁপে ওঠে পুরো এলাকা। ধুলায় ধূসরিত। কিছু বুঝে ওঠার আগেই যে যেভাবে পেরেছে ছুটেছেন। এরই মধ্যে ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ। 

২০২৩ সালের ৭ মার্চ বিকেলে ঢাকার বংশালের সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ২৬ জন। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ৯ মার্চ মামলা করেন বংশাল থানার সাব-ইন্সপেক্টর পলাশ সাহা। দুই বছর পার হলেও মামলার তদন্ত শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে বলতে পারছে না তদন্ত সংশ্লিষ্টরা। 

তিতাস কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছে তদন্ত সংস্থা। একটা ফাইল চেয়ে আবেদন করেছে তারা। সেই ফাইলের কারণেই আটকে আছে তদন্ত। স্বজন হারানোরা দোষীদের দৃষ্টান্তমূলক সাজার অপেক্ষায় আছেন।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

এ ঘটনায় দায়ের করা মামলা প্রথমে তদন্ত শুরু করে বংশাল থানা পুলিশ। এরপর মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। বর্তমানে মামলার তদন্তে রয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। তবে, ওই দিন সিটিটিসি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত আগামী ৮ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন। এখন পর্যন্ত প্রতিবেদন জমা দিতে ২০ দফা সময় নেওয়া হয়েছে।

মামলা সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস এম রাইসুল ইসলাম বলেন, “এই মুহূর্তে মামলার কোনো অগ্রগতি নেই। বাড়ির মালিক ভবনের গ্যাসের লাইনকে কমার্শিয়াল থেকে ডোমেস্টিক লাইনে রূপান্তরের জন্য তিতাসের কাছে আবেদন করেন। এরপর তা ডোমেস্টিক লাইনে রূপান্তর করা হয়। তখন দেড় ইঞ্চি গ্যাসের লাইনের রাইজার খুলে আবার ১.

৪ ইঞ্চি গ্যাসের লাইন লাগানোর কথা। আমরা ওখানে (ঘটনাস্থলে) গিয়ে দেখেছি, দেড় ইঞ্চি গ্যাসের লাইনই আছে। জাস্ট রিডিউসার দিয়ে গ্যাসের পাইপ ভেতরে গেছে। এটা নিয়ে আসলে তিতাস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ফাইলটা এখনো দেয়নি তারা। তারা চিঠি দিয়েছে, ফাইলটা খুঁজে পাওয়া যাইনি। তিতাস কর্তৃপক্ষ সহযোগিতা করছে না। এ কারণে তদন্ত আটকে আছে।”

তিনি আরো বলেন, “এত বড় একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণটা গ্যাসের লাইন থেকেই হয়েছে। এখানে গ্যাসটা কিভাবে জমা হল? তিতাসের ফাইল পেলে বা তাদের সঙ্গে কথা বলতে পারলে অথবা জিজ্ঞাসাবাদ করতে পারলে তদন্তটা আরো একটু বেগমান হত। মামলার তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তিতাস কর্তৃপক্ষের সহযোগিতা পেলে তদন্তটা শেষ করতে পারব।”

এক প্রশ্নের জবাবে এস এম রাইসুল ইসলাম বলেন, “কোনো ধরনের নাশকতার আলামত পাইনি। বিস্ফোরণটা গ্যাস থেকে হয়েছে। এর দায় বিল্ডিং মালিকের, বেজমেন্টে অবস্থিত বাংলাদেশ স্যানিটারি নামে দোকান কর্তৃপক্ষের। তিতাস কর্তৃপক্ষেরও প্রত্যক্ষ নজরদারি বা গাফিলতি আছে।” 

তিনি বলেন, “এখানে বিল্ডিং কোড ভায়োলেশন করা হয়েছে। কোনো বিল্ডিংয়ের বেসমেন্টে এয়ার কন্ডিশন রুম করা যাই না। যেখানে ব্ল্যাস্ট হয়েছে, দেখা গেল এয়ার কন্ডিশন রুম ছিল। বাড়িওয়ালার মারাত্মক অবহেলা। তার অপরাধ এটা। পুরো আন্ডারগ্রাউন্ডে গ্যাসটা জমে যাই। ফলে বিস্ফোরণ ঘটেছে। যে ধরণের বিস্ফোরণ ঘটেছে, যাতে দুইটা ছাদ উড়ে গেছে।”

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, “রাজউক ওই ভবন নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিল। ভবন ভেঙ্গে ফেলার কোনো সুপারিশ ছিল না। তবে, প্রতিবেদন অনুসারে ভবনের মালিকপক্ষ কিছু কমপ্লায়েন্স করা হয়েছিল। পরবর্তীতে তারা সেটা পূরণ করেছিল কিনা জানা নেই। তারা যেন দ্রুত রেক্টোফিট করে রাজউককে আমি তাগাদা দিব। রেক্টোফিট না করলে ভবন ১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ থাকবে।”

২০২৩ সালের ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত
সাততলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, ওই ঘটনায় ২৬ জন মারা যান।

ঘটনার পর ওই দিনই গ্রেপ্তার করা হয় ভবন মালিক ওয়াহিদুর রহমান, তার ভাই মতিউর রহমান ও মোতালেব মিন্টুকে। তাদের রিমান্ডেও নেওয়া হয়। তবে বর্তমানে তারা জামিনে আছেন।

আসামি ওয়াহিদুর রহমান ও মোতালেবের আইনজীবী আব্দুল আওয়াল বলেন, “তারা উত্তরাধিকার সূত্রে ভবনের মালিক। তারা শুধু দুইজন না আরো ১০ জন আছেন ভবন মালিক। সেখানে একটা বিস্ফোরণ ঘটছে। কেন ঘটছে, তদন্তের পর তা বেরিয়ে আসবে।”

এটি নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কারণ হিসেবে বলেন, “তাদের সম্মানহানি, হেয় প্রতিপন্ন করতে কেউ এ ঘটনা ঘটাতে পারে। বিস্ফোরণের ঘটনায় তারা কিন্তু পুরোটাই সাফারার।”

আইনজীবী আব্দুল আওয়াল বলেন, “ঘটনার সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। সঠিক তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হবে এমনটাই আশা করছি।”

এদিকে, ওই ঘটনায় নিহতের স্বজনরা দায়ীদের দৃষ্টান্তমূলক সাজা চান। বিস্ফোরণে নিহত মোমিনুল ইসলাম ও তার স্ত্রী নদী বেগমের স্বজন জয়নাল আবেদীন বলেন, “দুই বছর হয়ে গেল। কতজন তাদের স্বজন হারাল আমাদের মতো। এখনো বিচার পেলাম না। দোষীদের বিচার চাই আমরা।”

ঢাকা/মামুন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ য স র ল ইন ল ইসল ম ভবন র ঘটন য় প রথম

এছাড়াও পড়ুন:

সিংড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের প্রস্তুতি সভা হয়েছে নাটোরের সিংড়ায়। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা ও পৌর মহিলা দল। সভায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলামকে বিজয়ী করতে উপস্থিত মহিলা দলের কর্মীরা অঙ্গীকারাবদ্ধ হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক আফরোজা আকতার ইতি, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিয়া মনি, আদিবাসী নেত্রী সবিতা রাণী, সিমলা খাতুন প্রমূখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলীম খাজা।

ঢাকা/আরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ