থাইল্যান্ডের শিক্ষার্থীরা এখন ইচ্ছামতো তাদের চুল রাখতে পারবে। দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আইনি লড়াইয়ের পর দেশটির সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট শিক্ষার্থীদের পক্ষ রায় দিয়েছেন।

গত বুধবার আদালতের রায়ে বলা হয়, ১৯৭৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা সংবিধান দ্বারা সুরক্ষিত ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন করেছে। এ ছাড়া বর্তমান সমাজের সঙ্গে এ নির্দেশের সামঞ্জস্য নেই।

১৯৭৫ সালের থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় বলা হয়, স্কুলে ছেলে শিক্ষার্থীদের চুল হবে ছোট আর মেয়েরা কান বরাবর লম্বা চুল রাখতে পারবে।

অনেক স্কুলে আগেই এ নিয়ম শিথিল করা হলেও কিছু স্কুলে ওই নিয়ম কঠোরভাবে মেনে চলা হচ্ছিল। নিয়ম না মানলে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটছিল। এ নিয়মের বিরুদ্ধে ২০২০ সালে ২৩টি স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা পিটিশন আবেদন করে। ওই পিটিশনের পক্ষে আদালত রায় দিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপ্রাপ্তবয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের আড়াই বছরের কারাদণ্ড দাবি

এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।

খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাঁদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।

স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।

আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৪ ঘণ্টা আগে

গত মে মাসেই এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রিয়ালের মূল দলের সদস্য আসেনসিও। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে।

রাউল আসেনসিকে গত মৌসুমে নিয়মিত মাঠে দেখা গেছে

সম্পর্কিত নিবন্ধ