গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
Published: 8th, March 2025 GMT
গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিমুলতলী এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে, চারপাশে ঘন কালো ধোঁয়াও ছড়িয়ে পড়ে।
  
 জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুবেল রানা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র গরম ও ধোঁয়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কেউ ভেতরে আটকা পড়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন
এছাড়াও পড়ুন:
আইনজীবীর ভূমিকায় নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকা ও কলকাতা—দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত মুখ। অভিনয়, উপস্থাপনা, নাচ কিংবা গ্ল্যামার—সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন এই তারকা। বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।
সত্য ঘটনা অবলম্বনে রায়হান খান নির্মাণ করছেন ‘ট্রাইব্যুনাল’। নারী ও শিশু নির্যাতন (২০০১) আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এটি। এই কোর্টরুম ড্রামায় নুসরাত ফারিয়াকে তরুণ ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে; যে সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন।
আরো পড়ুন:
জায়েদ ভাই দেশের অর্ধেক মেয়েরই ফেভারিট: নুসরাত ফারিয়া
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “গল্পটি প্রথম পড়েই বুঝেছিলাম—এটি আমার করা দরকার। চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। একজন অভিনেত্রীর জীবনে এমন চরিত্র খুব বেশি আসে না। আমি চাই, দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক।”
কিছুটা ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, “আমি সবসময় এমন কাজ করতে চাই যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। ‘ট্রাইব্যুনাল’ সেই ধরনেরই একটি গল্প।”
সিনেমার শুটিং চলছে চট্টগ্রামে, এরপর হবে ঢাকা ও এফডিসিতে। এতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সাবেরি আলম। আগামী ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে নির্মাতা সংস্থা।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও সক্রিয় ফারিয়া। সম্প্রতি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান রেকর্ড করেছেন তিনি।
ঢাকা/রাহাত/শান্ত